জাহেদ মিস্ত্রী, বারুইপুর, আপনজন: এক তৃণমূল কর্মী কে পিটিয়ে খুনের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত বলবন এলাকায়। নিহতের নাম সইদুল শেখ(৪০)। নিহতের পরিবারের অভিযোগ এলাকায় খেলার মাঠকে কেন্দ্র করে বিবাদ ছিল। সেই বিবাদের জেরেই সইদুলকে শনিবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে লাঠি, রড দিয়ে বেধড়ক পেটানো হয়, ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয় । ঘটনায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লে তাঁকে ফেলে দিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। এরপর পরিবারের সদস্যরা রাতেই বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়, অবস্থার অবনতি ঘটলে তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়, সেখানেই রবিবার ভোরে মৃত্যু হয় সইদুলের। ঘটনার খবর এলাকায় পৌঁছতেই সেখানে নেমে আসে শোকের ছায়া। ঘটনার খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এলাকার একটি মাঠ নিয়ে দীর্ঘদিন ধরেই গণ্ডগোল ছিল। সেই মাঠে নিজের গাড়ি রেখেছিল সইদুল। সেই কারণে আইজুল, সাদ্দাম, খোকন, কালো, সাগিররা তাঁকে বেধড়ক মারধর করে, ভারত অস্ত্র দিয়ে তাকে মারা হয় । এমনকি পুড়িয়ে মারার চেষ্টা করে অভিযুক্তরা। পুলিশের আরও অনুমান সইদুলের প্রতিপত্তি বাড়ছিল বিগত কয়েক বছর ধরে। সেটাই সহ্য করতে পারছিল না অভিযুক্তরা। সেই কারণে পরিকল্পনা করে খুন করা হয়েছে তাঁকে। এলাকায় দক্ষ সংগঠন তৈরি করেছিল সইদুল। তাঁর নেতৃত্বেই গত পঞ্চায়েতে এই এলাকায় বিজেপি, সিপিএম দাঁত ফোটাতে পারেনি। সেই কারণেই পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ তৃণমূল নেতৃত্বের। এই ঘটনায় পুলিশ ১২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। অভিযোগ অস্বীকার করেছেন বিরোধীরা। বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জি পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন, সেই সঙ্গে এই অপরাধের সাথে যুক্ত সকল অপরাধীকে অবিলম্বে গ্রেফতার করে তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করার নির্দেশ দেন প্রশাসনকে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct