আপনজ ডেস্ক: আবার হোঁচট খেল বার্সেলোনা। লা লিগায় ভ্যালেন্সিয়ার মাঠ থেকেও জিতে ফিরতে পারেনি জাভি এর্নান্দেজের দল। এগিয়ে গিয়েও জিততে না পারায় ম্যাচ শেষে নিজের হতাশাটা একদম লুকাতে পারেননি বার্সেলোনা কোচ জাভি এর্নান্দেজ,‘ প্রতিপক্ষের বক্সে আমাদের আরো ভালো করতে হবে। সুযোগগুলো ভালো ছিল কিন্তু আমরা জিততে পারিনি।আমার ধারণা, আমরা দুই পয়েন্ট ছেড়ে দিয়ে এসেছি। কারণ দারুণ একটা ম্যাচ খেলেছে দল। পয়েন্ট ছুড়ে দেওয়াটা তাই হতাশাজনক।’ মেস্তায়ায় স্বাগতিকদের সঙ্গে ১–১ গোলে ড্র করেছে বার্সা।ম্যাচের দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৫৫ মিনিটে রাফিনিয়ার ক্রস থেকে কাতালান ক্লাবটিকে এগিয়ে দেন ফাঁকায় দাঁড়িয়ে থাকা জোয়াও ফেলিক্স। ৭০ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া জোরালো শটে সমতা আনেন ভ্যালেন্সিয়ার হুগো গিয়ামোন।সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ তিন ম্যাচেই জয়হীন লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।
লিা লিগায় নিজেদের শেষ চার ম্যাচে মোটে একটি জয় তাদের। এর মধ্যে নিজ মাঠে জিরোনার কাছে বাজেভাবে হেরেছে তারা। শুধু ঘরোয়া লিগ নয় চ্যাম্পিয়নস লিগেও হতাশ করেছে তারা। যদিও শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে কাতালানরা। তবে গ্রুপের শেষ ম্যাচে বেলজিয়ামের অখ্যাত ক্লাব রয়াল অ্যানটওয়ার্পের কাছে হেরে যাওয়ায় জাভির কোচিংকেই ফেলেছে প্রশ্নের মুখে। এই ড্রয়ের পরও অ্যাতলেতিকো মাদ্রিদকে টপকে পয়েন্ট তালিকায় তিনে উঠে এসেছে বার্সেলোনা। দ্বিতীয়স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে চার এবং মৌসুমের বিস্ময় জিরোনার চেয়ে এখনও ছয় পয়েন্ট পেছনে জাভি এর্নান্দেজের দল। শীর্ষ দুই দল ম্যাচও খেলেছে কাতালানদের চেয়ে একটি কম। লা লিগার অন্য ম্যাচে অ্যাথলেতিক বিলবাওয়ের মাঠে ২-০ গোলে হেরেছে অ্যাতলেতিকো। সেভিয়া নিজ মাঠে গেতাফের কাছে হেরেছে ৩-০ ব্যবধানে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct