আপনজন ডেস্ক: অযোধ্যায় বাবরি মসজিদ-রাম জন্মভূমি মামলার রায়ে প্রস্তাবিত মসজিদ নির্মাণের কাজ মে মাসে শুরু হবে বলে আশা করা হচ্ছে। সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে অযোধ্যার ধন্যিপুরে বাবরির বিকল্প মসজিদ নির্মাণের দায়িত্বে থাকা ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন ট্রাস্টও তহবিল সংগ্রহের জন্য ফেব্রুয়ারি থেকে বিভিন্ন রাজ্যে ইনচার্জ নিয়োগ করতে চায়।২০১৯ সালের ৯ নভেম্বর সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে অযোধ্যার বিতর্কিত স্থানে রাম মন্দির নির্মাণের পক্ষে রায় দেয় এবং হিন্দুদের পবিত্র শহরে মসজিদ নির্মাণের জন্য বিকল্প প্লট খুঁজে বের করার রায় দেয়।
২০২৪ সালের ২২ জানুয়ারি রাম মন্দিরের পবিত্রতা অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও মসজিদের নির্মাণ কাজ এখনও শুরু হয়নি।ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশনের চিফ ট্রাস্টি জুফার ফারুকি বলেন, ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ মসজিদের চূড়ান্ত নকশা তৈরি হয়ে যাবে। ফেব্রুয়ারিতে কমপ্লেক্সে সাইট অফিস স্থাপন করা হবে।উত্তরপ্রদেশ সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ফারুকি পিটিআইকে বলেন, আশা করা হচ্ছে আগামী বছরের মে মাসে আমরা মসজিদের নির্মাণ কাজ শুরু করতে পারব। ফারুকি বলেন, মসজিদের নকশায় ‘আমূল’ পরিবর্তন এবং আর্থিক সীমাবদ্ধতার পরে নতুন আনুষ্ঠানিকতার কারণে মোহাম্মদ বিন আবদুল্লাহ অযোধ্যা মসজিদের নির্মাণ কাজ বিলম্বিত হচ্ছে। মসজিদটির প্রাথমিক নকশা ভারতে নির্মিত মসজিদের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। যাইহোক, এটি প্রত্যাখ্যান করার পর একটি নতুন নকশা প্রস্তুত করা হয়। তিনি বলেন, মসজিদটি আগের ১৫ হাজার বর্গফুটের পরিবর্তে ৪০ হাজার বর্গফুটের ওপর নির্মাণ করা হবে। প্রস্তাবিত মসজিদ এবং অন্যান্য ভবনের একটি মানচিত্র ২০২১ সালে অযোধ্যা উন্নয়ন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছিল। চলতি বছরের মার্চে এটি অনুমোদিত হয়। আইআইসিএফ এর আগে মধ্যপ্রাচ্যের দেশগুলির অনুরূপ মসজিদের জন্য একটি “গ্র্যান্ড” নকশায় স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছিল।আর্থিক সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে তহবিল সংগ্রহ অভিযানের সম্ভাবনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ফারুকি বলেন, ট্রাস্ট ফেব্রুয়ারির মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। তহবিল সংগ্রহ একটি বিশাল কাজ এবং পরিচালনা করা খুব কঠিন। আমরা যা করার চেষ্টা করছি তা হল প্রকল্পের জন্য তহবিল সংগ্রহের জন্য বিভিন্ন রাজ্যে আমাদের লোকদের দায়িত্ব দেওয়া।স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আমরা কাজ করবো।বর্তমানে ট্রাস্টের সঙ্গে যুক্ত মুম্বাই টিম এই বিষয়ে কাজ করছে। তিনি আরও বলেন, প্রয়োজনে অনুদান দিতে ইচ্ছুক ব্যক্তিদের কাছ থেকে অনলাইনে অনুদান চাওয়া হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct