আপনজন ডেস্ক: মহারাষ্ট্রের নাগপুর জেলায় বিস্ফোরক তৈরির কারখানায় বিস্ফোরণে নয়জন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন।পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা পিটিআইকে জানিয়েছেন, সকাল ৯টার দিকে বাজারগাঁও এলাকায় সোলার ইন্ডাস্ট্রিজের কাস্ট বুস্টার ইউনিটে বিস্ফোরণটি ঘটে। এতে নয়জন নিহত হয়েছেন বলে জানান তিনি।
কোন্ধালি থানার এক আধিকারিক জানিয়েছেন, বিস্ফোরণের সময় ওই ইউনিটে ১২ জন শ্রমিক উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন কোন্ধালি থানার এক আধিকারিক। মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন এবং নয়জনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। রাজ্য সরকার মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা অনুদান দেবে এবং মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এই সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন।
ফড়নবীশ জানিয়েছেন, সোলার ইন্ডাস্ট্রিজের বিস্ফোরণে ছয় জন মহিলা-সহ ৯ জনের মৃত্যু হয়েছে। এটি একটি সংস্থা যা সশস্ত্র বাহিনীর জন্য ড্রোন এবং বিস্ফোরক তৈরি করে।
তিনি বলেন, এই দুঃখজনক সময়ে রাজ্য সরকার নিহতদের পরিবারের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে। আমি নাগপুরের কালেক্টর এবং পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ রাখছি। আইজি, এসপি এবং কালেক্টর ঘটনাস্থলে রয়েছেন। সোলার ইন্ডাস্ট্রিজের সিনিয়র জেনারেল ম্যানেজার আশিস শ্রীবাস্তব সাংবাদিকদের বলেন, কয়লা খনিতে ব্যবহৃত বুস্টার তৈরির ভবনে এই ঘটনা ঘটেছে। তিনি বলেন, পণ্যটির সিলিং কাজ চলার সময় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নয়জনের মৃত্যু হয়েছে। আহত শ্রমিকদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে্।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct