ফিলিস্তিনি প্রতিচ্ছবি
আজিবুল সেখ
সীমারেখা ভেদ করে এগিয়ে আসা অসুখ
গ্রাস করে চলেছে পৃথিবীর পরমায়ু ...
দিগন্তের নীলিমা ক্রমশঃ ঢেকে আসছে
অনাকাঙ্খিত কালো ছায়াপথে।
প্রহর ভেঙে আলো আসে না কত কাল!
অন্ধকারে ব্যাপ্তি গ্রাস করে চলেছে ...
জড়াগ্রস্ত পৃথিবী গভীর জ্বরে আক্রান্ত।
অসুখে হাবুডুবু খাওয়া গ্রহ আজ ভীষণ উত্তপ্ত
গোলা বারুদের আস্ফালনে কেঁপে ওঠা
ধরায় রক্ত স্রোতের বহমান নদীতে ভেসে যায়
শত শত নিষ্পাপ শিশু শরীর।
মানুষত্বে কিলবিল করছে টাটকা পোকা
পচা, গলা মমত্ববোধ গয়িয়ে পড়ছে
পৃথিবীর পাষান বুক দিয়ে...
আর উত্তপ্ত বারুদের অঙ্গারে খাঁক হয়ে যাওয়া
সভ্যতার আরশিতে ভেসে ওঠে ফিলিস্তিনের প্রতিচ্ছবি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct