শহীদ স্মরণে
সৌমেন্দু লাহিড়ী
সেই দিনটিকে কখনো কি আমি
ভুলে যেতে পারি হায়!
যেদিন মোদের সাথীর শব যাত্রা
চলেছিল রাস্তায়।
ফুলে ফুলে ঢাকা সযত্নে রাখা
ক্ষত বিক্ষত দেহ,
আমার সুহৃদ্ হয়েছে শহীদ
কেটে বিশ্বের মোহ।
ধরাধাম ছেড়ে চলে গেছে দূরে
অমৃত লোক পরে,
যেথা মার্ক্স হোচিমিন লেনিন স্তালিন
এঙ্গেলস বাস করে।
জানো কি বন্ধু অমৃতলোক কোথায়?
বেহেস্তে নয় স্বর্গেও নয়
যেথায় মানব হৃদয়।
বীর সেনানী প্রাণ দিয়েছেন
এই দেশেরই তরে,
শহীদ, সেতো অমর।
মরণশীল বিশ্বে কজন
অমর হোতে পারে?
সাবাশ .. ... সাথী..... সাবাশ
দেশের তরে আত্মবলী
সাবাশ সাবাশ সাবাশ।
ছিঁড়ে গেছে তার বাজেনাকো আর
সেই সেতারের তান
বেদনা-বিধূর মন যে আমার
সবই যেগো হল ম্লান।
রোষানল তাই ধিক্ ধিক্ জ্বলে
সদাই মনের কোনে,
প্রতিশোধ চাই বলে মন মোর
প্রতিদিন প্রতিক্ষণে।
বাক্ রোধ আজ হয়েছে আমার
ছন্দ পতন হয়েছে
দেখেছি যখন দুস্কৃতিরা
মাথা উঁচু করে রয়েছে।
কবিতা আমার আসেনাকো আর
লেখনী ধরতে পারি না,
হৃদয় মাঝারে ইচ্ছে জাগেরে
বদলা নিতে কি পারি না?
চেতনা জাগুক জনতার আর
জাগ্রত হোক বোধ,
আঘাতে আঘাতে বিদীর্ণ করে
নিক তারা প্রতিশোধ।
গণ-আদালতই বড় আদালত
বিচার প্রার্থী তাই,
সেই আদালতে আর্জি জানাই
বিচার ভিক্ষা চাই।।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct