আজিম শেখ, মল্লারপুর, আপনজন: বীরভূমে শুরু হতে চলেছে ৬৪ তম আন্তর্জাতিক শিক্ষা শিবির। সর্বভারতীয় শিশু কিশোর কল্যাণ সংগঠন সব পেয়েছির আসরের ৬৪ তম বার্ষিক শিক্ষা শিবিরে আয়োজন করা হয়েছে দীক্ষা সব পেরেছি আসরের ব্যবস্থাপনায় ২৪ থেকে ৩০ ডিসেম্বর২০২৩ মল্লারপুর উচ্চ বিদ্যালয়ে। সব পেরেছি আসরে বিভিন্ন জেলার রাজ্য ও দেশ থেকে প্রায় ৬ ০০ সোনার কাঠির ভাই বোন দের নিয়ে এই অনুষ্ঠান। এবং এই শিবিরে শিক্ষা শিক্ষামূলক পাশাপাশি শরীর চর্চা নৃত্য গান বাজনা ব্রতচারী সবটাই থাকছে । কেন্দ্রীয় খেলাঘর আসরের প্রতিনিধিদের যোগদানের লাভ করবে। ২৪ থেকে ৩০ ডিসেম্বর ২০২৩ শিক্ষা শিবির পরিদর্শনের জন্য সকলকে আমন্ত্রিত জানানো হয়েছে, আশা করি এই দিনে এই শিবির পরিদর্শনের মাধ্যমে শিক্ষার্থী ভাই-বোনদের উৎসাহিত করবে আপনার ওই সহযোগিতা এই শিবির পূর্ণতা লাভ করুক কামনা মল্লারপুর নঈসুভা। অনুষ্ঠান সূচি ২৪ ডিসেম্বর ২০২৩ সমবেত মল্লারপুর উচ্চ বিদ্যালয় ২৫ ডিসেম্বর ২০২৩ অনুষ্ঠানে শুভ সূচনা বৈকাল তিন ঘটিকায় স্থান মল্লারপুর উচ্চ বিদ্যালয়। ২৯ ডিসেম্বর ২০২৩ শোভাযাত্রা রচনা সকাল ৯ ঘটিকায় মল্লারপুর উচ্চ বিদ্যালয় ৩০ ডিসেম্বর ২০২৩ অনুষ্ঠান বিকাল ৩ ঘটিকায় সমাপানী। ৬৪তম আন্তর্জাতিক শিক্ষা শিবির অভ্যর্থনা কমিটি পক্ষ থেকে সকলকে এই অনুষ্ঠানটি দেখার আহ্বান জানান সভাপতি দীরেন্দ্রনাথ ব্যানার্জি ও সম্পাদক সাধন সিংহ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct