জাহেদ মিস্ত্রী, বাসন্তী, আপনজন: নানা টালবাহানার পর অবশেষে হাইকোর্টের নির্দেশে শুক্রবার বাসন্তীর কাঁঠালবেরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হল। এদিন এই নির্বাচনকে ঘিরে যাতে এলাকায় কোনরকম অশান্তি না ছড়ায় সে কারণে প্রচুর পরিমাণে পুলিশকর্মী মোতায়েন করা হয়েছিল এলাকায়। এদিন প্রধান নির্বাচিত হন মিনারা গাজী এবং উপপ্রধান নির্বাচিত হয়েছেন রিঙ্কু সর্দার। পঞ্চায়েত নির্বাচনের পর রাজ্যের সমস্ত প্রান্তেই প্রায় পঞ্চায়েতের বোর্ড গঠন হলেও তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদের জেরে বাসন্তী ব্লকের কাঁঠালবেরিয়া গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন প্রক্রিয়া থমকে যায়। বোর্ড গঠনকে কেন্দ্র করে এলাকায় অশান্তি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিল প্রশাসন। আর সেই কারনেই স্থগিত ছিল প্রধান, উপপ্রধান নির্বাচন প্রক্রিয়া। এদিকে পঞ্চায়েত বোর্ড গঠন না হওয়ায় প্রতিদিন নানা ধরনের সরকারি প্রকল্পের সুবিধা পেতে সমস্যায় পড়তে হচ্ছিল এলাকার সাধারণ মানুষকে। এ বিষয়ে কিছুদিন আগে জনস্বার্থে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। মাসুদা বৈদ্য নামে এক মহিলা মামালা করেন উচ্চ আদালতে। সেই মামলার শুনানিতে গত ৪ঠা ডিসেম্বর হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংহ ১৫ই ডিসেম্বর এই পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান নির্বাচনের নির্দেশ দেন। সেই নির্দেশ মেনেই এদিন প্রধান ও উপপ্রধান নির্বাচন হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct