নিজস্ব প্রতিবেদক, মহিষাদল, আপনজন: মহিষাদল ব্লকের অন্তর্গত লক্ষ্যা ২ গ্রামপঞ্চায়েতে অষ্টম পর্যায়ের “দুয়ারে সরকার “ ক্যাম্প পরিদর্শন করলেন জেলা পরিষদের সেক্রেটারি তথা অতিরিক্ত জেলাশাসক অনির্বাণ কোলে ও এলাকার বিধায়ক তিলক কুমার চক্রবর্তী, জেলা পরিষদের ডেপুটি সেক্রেটারি শুভ সিংহ রায়, মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস, মহিষাদল ব্লকের কার্যনির্বাহী আধিকারিক বরুনাশিস সরকার, জেলা পরিষদের সদস্যা সীমা মাইতি, মহিষাদল ব্লকের যুগ্ম কার্যনির্বাহী আধিকারিক বনমালী হালদার, প্রধান সুদর্শন মাইতি। অষ্টম পর্যায়ের দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন করে অনির্বাণ কোলে বলেন, এলাকার উপভোক্তারা অষ্টম পর্যায়ে দুয়ারে সরকার ক্যাম্পে বিভিন্ন প্রকল্পে আবেদন করার সুযোগ সঠিক ভাবে পাচ্ছে কিনা তার জন্য শিবির পরিদর্শন করতে আসা। এলাকার উপভোক্তাদের কাছে তিন জিজ্ঞাসাবাদ ও করেনবিভিন্ন প্রকল্পের সুবিধা অসুবিধার কথা। ভিন রাজ্যে কাজে গিয়ে পরিযায়ী শ্রমিকরা যদি বিপদে পড়েন তবে তাঁর পরিবারের খেয়াল রাখবে রাজ্য সরকার এমনটাই জানালেন। অপর দিকে গ্রামপঞ্চায়েতের তরফে একটি মাতৃ কক্ষ নির্মাণ করা হয়েছে।সেটিও পরিদর্শন করে দেখেন ২০২০ সালের ডিসেম্বর মাস থেকে শুরু হয়েছিল মুখ্যমন্ত্রীর স্বপ্নের এই দুয়ারে সরকার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct