আপনজন ডেস্ক: রাশিয়ার সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে ইউক্রেনের জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন করে ৫০ বিলিয়ন (৫ হাজার কোটি) ইউরোর সহায়তা আটকে দিয়েছে হাঙ্গেরি। শুক্রবার (১৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের জরুরি বৈঠক বসেছিল। সেখানে প্রথমে ইউক্রেনকে সহায়তা প্রদানের ইস্যুটি উত্থাপন করা হলে এতে আপত্তি জানান হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। অরবান ‘এই প্রস্তাবে হাঙ্গেরি ভেটো দিচ্ছে’ উল্লেখ করে বৈঠক কক্ষ থেকে বেরিয়ে যান। পরে আর বৈঠকেই আসেননি তিনি। এছাড়াও ২৭ সদস্যের জোটের আরেক সদস্যরাষ্ট্র সুইডেন ভোট দেওয়া থেকে বিরত থাকে। ফলে প্রস্তাবটি আটকে যায়। সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসেন বলেন, এ ব্যাপারে সমর্থন বা অসমর্থন জানানোর আগে নিজ দেশের পার্লামেন্ট সদস্যদের মতামত নিতে হবে তাকে। ইউক্রেনকে সহায়তা প্রদানের আলোচনা ছেড়ে অরবানের চলে যাওয়ার পেছনে সবচেয়ে সক্রিয় ভূমিকা পালন করেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) অরবান বলেন, আজ রাতের বৈঠকের সারমর্ম হলো, ইউক্রেনকে অতিরিক্ত সহায়তা দেওয়ার প্রস্তাবে ভেটো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct