মোহাম্মাদ সানাউল্লা, রামুপরহাট, আপনজন: কে হবেন ব্লক সভাপতি। সেই নিয়ে বৈঠক করলো জেলা কোর কমিটি। তৃণমূল জেলা কোর কমিটি জানালো জেলার চারটি ব্লকে ব্লক সভাপতি পরিবর্তন হবে। শনিবার বিকেলে রামপুরহাটে তৃণমূলের দলীয় কার্যালয়ে কোর কমিটির একটি বৈঠক বসে। সেই বৈঠকের পর তৃণমূলের জেলা চেয়ারম্যান আশীষ বন্দ্যোপাধ্যায় জানান নলহাটি ২নং ব্লক, মুরারই ২ নং ,খয়রাশোল এবং দুবরাজপুর এই চারটি ব্লকে নতুন করে নেতৃত্ব আসবে। কিছু কিছু জায়গায় ব্লক সভাপতি পরিবর্তন হবে। কিছু জায়গায় সহমত না হলে পাঁচ জন বা সাত জনের একটি করে কমিটি করা হবে। সে ক্ষেত্রে খয়রাশোল ব্লকে যিনি ব্লক সভাপতি আছেন কাঞ্চন অধিকারী, তার বিরুদ্ধে আছে অধিকাংশ মানুষের জনমত । তাই ফাইভ ম্যানস কমিটি করারই একটি পরিকল্পনা করা হচ্ছে। দুবরাজপুরের ক্ষেত্রেও কমিটি গঠনের জন্য রাজ্যের কাছে প্রস্তাব পাঠানো হবে। কিন্তু সব চেয়ে আগ্রহ বাড়িয়ে দিয়েছে সেটা নলহাটি ২ নম্বর ব্লককে কেন্দ্র করে। কারণ নলহাটি দু’নম্বর ব্লককে নিয়ে কোর কমিটির বৈঠকের পর বিধায়ক অশোক চট্টোপাধ্যায় সহ তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠনের লোক জনদের ডাকা হয়েছিল। তাদের মতামত নেওয়ার জন্য। সে ক্ষেত্রে অনেকেই নতুন নতুন নাম প্রস্তাব করেছেন। আবার নিজেকেই ব্লক সভাপতি করতে চেয়ে দলের কাছে নাম পাঠিয়েছেন। কোর কমিটির বৈঠকের পর আশীষ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রস্তাবিত নাম এবং তাদের সমস্ত দাবি রাজ্য কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। রাজ্য কমিটি যে সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্তের জন্যই আমরা অপেক্ষায় রইলাম। তবে দলীয় সূত্রে জানা যাচ্ছে নলহাটি দু’নম্বর ব্লকে কম পক্ষে তিন জনের নাম একাধিক জন প্রস্তাব করেছেন। কয়েক জন নিজেকে ব্লক সভাপতি হিসেবে দেখতে চেয়ে সেই দাবিও জানিয়েছেন। তবে ব্লক সভাপতি কে হবেন তার জন্য মাত্র কয়েকদিন অপেক্ষায় থাকতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct