সারিউল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: পর্যটনের উপর জোর দিয়ে মুর্শিদাবাদ পৌরসভার উন্নয়নের পথে রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দপ্তর, মুর্শিদাবাদ পৌরসভা সাজতে চলেছে নতুন ভাবে। শনিবার রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রকের অতিরিক্ত সচিব জলি চৌধুরীর মুর্শিদাবাদ জেলার বিভিন্ন পৌরসভা পরিদর্শনের পর এমনই চর্চা শুরু হয়েছে জেলার পর্যটন মহলে। শনিবার তিনি মুর্শিদাবাদ জেলার বিভিন্ন পৌরসভা পরিদর্শন করেন এবং পৌরসভার চেয়ারম্যান সহ পৌর বোর্ডের প্রতিনিধিদের নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। যার মধ্যে মুর্শিদাবাদ পৌরসভায় আলাদাভাবে পর্যটনের বিষয় উঠে আসে। মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর জানান, ‘বিভিন্ন পৌরসভার পাশাপাশি মুর্শিদাবাদ পৌরসভায় রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রকের অতিরিক্ত সচিব জলি চৌধুরী পৌরসভার চেয়ারম্যান সহ পৌর বোর্ডের সদস্যদের নিয়ে আলোচনা করেন। মুর্শিদাবাদ শহর যেহেতু নবাবের শহর তথা পর্যটনের শহর, তাই পর্যটনকে গুরুত্ব দিয়ে মুর্শিদাবাদ পৌরসভার উন্নয়নে জোর দিতে চাইছে রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দপ্তর। গত তিন মাস থেকে পৌরসভার উদ্যোগে আমরা যে সব নতুন কাজগুলো শুরু করেছি, তাতে অতিরিক্ত সচিব জলি চৌধুরী অত্যন্ত খুশি হয়েছেন। আমরা তার কাছে বিভিন্ন প্রস্তাব রাখি, তিনি সেই সমস্ত প্রস্তাব গুলোকেও সাধুবাদ জানান। পাশাপাশি পর্যটনের মানচিত্র আরও উৎকৃষ্ট করতে আরও বেশি নতুন পরিকল্পনা গ্রহণ করার জন্য তিনি প্রস্তাব রাখেন আমাদের কাছে। পর্যটনকে সামনে রেখেই মুর্শিদাবাদ পৌরসভাকে পৌর ও নগরোন্নয়ন দপ্তর উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণভাবে বেছে নিতে চাইছে। আমাদের পক্ষ থেকে প্রতিনিয়ত নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। পর্যটনের উন্নতিতে রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দপ্তর সর্বদা মুর্শিদাবাদ পৌরসভার সঙ্গে রয়েছে বলে মাননীয় জলি চৌধুরী জানান আমাদের।’ শনিবার মুর্শিদাবাদ জেলায় রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রকের অতিরিক্ত সচিব তথা নগরোন্নয়ন দপ্তরের অতিরিক্ত পরিচালক জলি চৌধুরী বিভিন্ন পৌরসভা পরিদর্শন করার পর থেকে জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ মুর্শিদাবাদ শহরে পর্যটনের মানচিত্র আরও নতুন মাত্রা লাভ করবে বলে আশা করছে জেলার পর্যটন মহল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct