অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে প্রেস ইনফর্মেশন ব্যুরো’র তরফে অনুষ্ঠিত হলো সাংবাদিকদের নিয়ে একদিনের বিশেষ কর্মশালা। ট্র্যাঙ্ক মোড় সংলগ্ন এলাকার একটি বেসরকারি লজে ‘বার্তালাপ’ নামক এই কর্মশালায় উপস্থিত ছিলেন প্রেস ইনফরমেশন ব্যুরোর কলকাতা শাখার ডেপুটি ডাইরেক্টর অরিজিৎ চক্রবর্তী, প্রেস ইনফরমেশন ব্যুরোর কলকাতা শাখার প্রাক্তন ডাইরেক্টর অজয় মহমিয়া, নাবার্ডের তরফে তীর্থঙ্কর বিশ্বাস, বিশিষ্ট সাংবাদিক (নিউজ ফ্যাক্ট চেক) জয়দীপ দাস গুপ্ত সহ আরো অনেকে। এদিনের এই কর্মশালের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুরঘাটের সাংসদ ডঃ সুকান্ত মজুমদার। এছাড়াও দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ও গঙ্গারামপুর মহকুমার অন্তর্গত বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাথে যুক্ত সাংবাদিকেরা এই কর্মশালায় উপস্থিত ছিলেন।এদিনের কর্মশালায় সেবা, সুশাসন এবং গরীব কল্যাণের ৯ বছর এর বিষয়ে তুলে ধরে একটি বিশদ উপস্থাপনা করেন রিসোর্স পারসনেরা। পাশাপাশি, সাংবাদিকদের নানা সুযোগ-সুবিধা, সমস্যা ও কিভাবে খবরের সত্যতা যাচাই করতে হয়, সেই সমস্ত বিষয়গুলোর উপরেও বিশদ আলোচনা করেন উপস্থিত বিশিষ্টজনেরা। শুধু তাই নয়, কিভাবে নতুন সংবাদপত্র রেজিস্ট্রেশন করতে হয় সেই সমস্ত বিষয়গু প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন তাঁরা।
পাশাপাশি, সাংবাদিকেরা তাঁদের নানা সমস্যার কথা তুলে ধরেন প্রেস ইনফরমেশন ব্যুরোর আধিকারিকদের কাছে। সেই সমস্ত সমস্যার বিষয়গুলি খতিয়ে দেখে সমাধানের আশ্বাস দেন উপস্থিত আধিকারিকেরা। পাশাপাশি, এই ধরনের কর্মশালা যাতে প্রতি বছর জেলায় করা হয় সেই বিষয়েও আর্জি জানান সাংবাদিকেরা। এ বিষয়ে বালুরঘাটের সাংসদ ডঃ সুকান্ত মজুমদার জানান, ‘সাংবাদিকদের নিয়ে এই ধরনের কর্মশালা যাতে প্রতিবছর করা যায় সেই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে জানানো হবে। কেন্দ্র সরকারের জনসাধারণের জন্য যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে সেগুলি তুলে ধরবার জন্য এই বার্তালাপ কর্মশালার আয়োজন করা হয়েছিল।’ডিসেম্বর।গবেষক ডঃ ধীমান বর্মন বলেন “সুন্দরবন এলাকায় সাধারণ চাষীরা যাতে তাঁদের চাষের উন্নতি সাধন করতে পারে এবং আর্থিক ভাবে সফল হয় সেই বিষয়েই আলোচনা হয়েছে এবং কৃষি কাজে দ্রুত উন্নয়ণের বিপ্লব ঘটানোর লক্ষ্যমাত্রা নিয়ে সফল কৃষকদের কে যথাযোগ্য সম্মান প্রদানের মধ্যদিয়ে দিবস পালন করা হয়েছে”। উক্ত অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন ক্যানিংয়ের কেন্দ্রীয় লবনাক্ত মৃত্তিকা গবেষণা সংস্থার প্রধান অধিকর্তা বিঞ্জানী তথা গবেষক ডঃ ধীমান বর্মন,জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সুন্দরবন আঞ্চলিক কেন্দ্রের অধিকর্তা ডঃ জে এস যোগেশ কুমার,ক্যানিং থানার আইসি সৌগত ঘোষ সহ দক্ষিণ ২৪ পরগণা জেলার বিভিন্ন প্রান্তের একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন।নির্বাচনে।নিয়েছেন।নেই।sundarbantigerreserve.org /www.wildbengal.com এই ওয়েবসাইট দু’টি বৃহস্পতিবার বিকাল থেকে খুলে দেওয়া হয় আবেদনকারীদের জন্য।আগামী ১ লা জানুয়ারি পর্যন্ত ওই দুটি ওয়েবসাইটে আবেদন করা যাবে।আবেদন করতে হলে মাথাপিছু খরচ প্রায় ১০ হাজার টাকা,এছাড়াও ওয়েবসাইটে বিস্তারিত সমস্ত তথ্য পাওয়া যাবে বলে জানানো হয়েছে বন দফতরের তরফে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct