আপনজন ডেস্ক: গাজার আল-আওদা হাসপাতালের ব্যবস্থাপক আহমেদ মুহান্না বলেছেন, মৌলিক ও প্রয়োজনীয় কোনো চিকিৎসা সামগ্রী এখনো উত্তর গাজার পৌঁছাতে পারেনি। আল-জাজিরাকে পাঠানো একটি অডিও বার্তায় তিনি বলেন যে- ৬৭ দিনেও আল-আওদা হাসপাতালে কোনো চিকিৎসা সহায়তা পৌঁছেনি, এর মধ্যে অক্সিজেনও সরবরাহ করা হয়নি।তিনি আরো বলেন, ইসরাইলের ট্যাঙ্কগুলো এখনো হাসপাতালের চারপাশে রয়েছে...। এর মধ্যে একটি ট্যাঙ্ক হাসপাতালের প্রবেশদ্বার বন্ধ করে দিয়েছে।তিনি উল্লেখ করেন, আমরা আন্তর্জাতিক সমাজ, বিশেষ করে রেড ক্রিসেন্ট এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে সমর্থনের আশা করছি। এদিকে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় কমপক্ষে ১৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে ১১ হাজারেরও বেশি শিশু এবং নারী। আহত হয়েছে ২৮ হাজার ২০০ জনেরও বেশি। গত মাস থেকে অবরুদ্ধ ছিটমহলে ইসরাইলের অবিরত বিমান ও স্থল হামলায় হাসপাতাল, মসজিদ এবং গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। ইসরাইলি সরকারি পরিসংখ্যান অনুসারে, ইতোমধ্যে ১ হাজার ২০০ ইসরাইলি নিহত হয়েছে। উল্লেখ্য, গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে বলে ঘোষণা করেছে। এর প্রতিরোধে পাল্টা হামলা শুরু করেছে ইসরাইল।এক বিবৃতিতে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ বলেন, শনিবার সকালে ইসরাইলে পাঁচ হাজার রকেট বর্ষণের মাধ্যমে ‘অপারেশন আল-আকসা স্ট্রম’ শুরু হয়েছে। ইসরাইল গাজা থেকে অনুপ্রবেশের কথা স্বীকার করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct