মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: শুক্রবার থেকে শুরু হয়েছে দুয়ারে সরকার। অষ্টম দফার দুয়ারে সরকারে রাজ্যজুড়ে কয়েক লক্ষ শিবির তৈরি করা হবে বলে জানা গেছে, তাতে বিভিন্ন ধরনের সরকারি সুযোগ সুবিধা দেওয়া হবে। এবারের দুয়ারে সরকারে এই প্রথম শস্য চাষের সহযোগিতার জন্য আবেদন জানানোর সুবিধা থাকছে, এই বিষয়ে আবেদন নেওয়া হবে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত এবং পরিষেবা প্রদান শেষ হবে আগামী ৩১ জানুয়ারি। শনিবার দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের কৈয়ড় গ্রাম পঞ্চায়েতের তোড়কোনা এমএসকে বিদ্যালয়ের ময়দানে।দুয়ারে সরকার শিবিরে স্বাস্থ্য পরীক্ষার পাশাপশি খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী এবং বিভিন্ন প্রকল্পের সুবিধা দেওয়া হয়। দুয়ারে সরকার শিবির উপলক্ষে হাজির হয়েছিলেন খণ্ডঘোষ ব্লক উন্নয়ন আধিকারিক অভিক কুমার ব্যানার্জী, পঞ্চায়েত সমিতির সভাপতি মীর সফিকুল ইসলাম। দুয়ারে সরকার শিবিরের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত দিক খতিয়ে দেখতে হাজির ছিলেন কৈয়ড় গ্রাম পঞ্চায়েত প্রধান শাজাহান মন্ডল, উপপ্রধান টুম্পা বাগ,পঞ্চায়েত সদস্য রিপন মুন্সী, নিবেদিতা পন্ডিত, আগমনী চক্রবর্তী দলুই সহ অনেকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct