আপনজন ডেস্ক: ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ফিলিস্তিনের গাজা উপত্যকায় আক্রমণ পরিচালনার সময় ‘ভুল করে’ তিন জিম্মিকে হত্যা করেছে। ইসরায়েলি বাহিনী তাদের ‘হুমকি’ বলে মনে করেছিল।গাজার উত্তরাংশে শেজাইয়ায় ইসরায়েলি সেনাদের গুলিতে তারা নিহত হয়। এ ঘটনায় ‘অনুশেোচনা’ প্রকাশ করেছে ইসরায়েলি বাহিনী।নিহত তিন জিম্মির নাম ইয়োতাম হাইম (২৮), সামের তালালকা (২২) ও অ্যালন শামরিজ (২৬) বলে জানিয়েছে তারা।এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলে শেজাইয়া এলাকায় গতকাল শুক্রবার অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে এই তিনজন নিহত হন।গত ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামলার পর অন্তত ২৪০ জনকে জিম্মি করেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সদস্যরা। মাঝে যুদ্ধবিরতি চলার সময় বেশকিছু জিম্মিকে মুক্তি দেওয়া হয়। এখনো অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের কাছে শতাধিক জিম্মি আছেন।
বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ‘ভুল করে’ জিম্মি হত্যার এ ঘটনাকে ‘অত্যন্ত হৃদয়বিদারক’ উল্লেখ করে ওই তিনজনের পরিবারের সদস্যদের প্রতি শোক জানিয়েছে। বলেছে, কেমন করে এ ভুল হলো, তা খতিয়ে দেখা হচ্ছে। শুরু হয়েছে তদন্ত।বিবৃতিতে আরো বলা হয়েছে, হামাসের কাছে জিম্মি থাকা সবাইকে নিরাপদে ঘরে ফিরিয়ে আনা আমাদের (ইসরায়েলি বাহিনী) জাতীয় লক্ষ্য। সবাইকে ফিরিয়ে আনা হবে।তিন জিম্মির মৃত্যুকে ‘অবর্ণনীয় দুঃখজনক ঘটনা’ বলে উল্লেখ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি সব জিম্মিকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।এ বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র জন কারবি গতকাল বলেন, এটা দুঃখজনক ভুল। এদিকে ইসরায়েলি বাহিনীর গুলিতে তিন জিম্মি নিহতের ঘটনা ঘোষণার পর শত শত মানুষ তেল আবিবের কেন্দ্রস্থলে জড়ো হয়। তারপর তারা মিছিল করে শহরটিতে আইডিএফের সামরিক ঘাঁটির সামনে যায়। সেখানে সমাবেশ করে বাকি জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তি করতে ইসরায়েল সরকারের প্রতি আহ্বান জানায়।মোমবাতি জ্বালিয়ে ও প্ল্যাকার্ড উঁচিয়ে ধরে বিক্ষোভ প্রদর্শন করে তারা। প্ল্যাকার্ডগুলো লেখা ছিল ‘(তাদের) বাড়িতে নিয়ে আসো’ ও ‘এখনই জিম্মি বিনিময় করো!”নিহত তিন জিম্মির মৃতদেহ ইসরায়েলে ফিরিয়ে নেয়া হয়েছে। সেখানে পরীক্ষার পর তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct