ওবায়দুল্লা লস্কর, মগরাহাট, আপনজন: বছর শেষে মগরাহাটে শুরু হল ৩ দিনের তবলিগি জামাতের ইজতেমা। নিয়ম মেনেই ১৬ ই ডিসেম্বর শনিবার থেকে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের ময়দান তথা ওলি মার্কাজে দেশ তথা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৩ দিনের ইজতেমাতে যোগ দিতে কয়েক হাজার মুসলিম ধর্মাবলম্বী মানুষের সমাবেশ। ইতিমধ্যেই কয়েক হাজার মানুষের সমাগম মগরাহাটে। তিন দিনে লক্ষাধিক মানুষের সমাগম হয় মগরাহাট ইজতেমাতে।জানা যায়, ১৬ই ডিসেম্বর থেকে ইসতেজমা সোমবার সকালে ইজতেমার আখেরি মোনাজাত সম্পন্ন হবে। দিল্লির নিজামউদ্দিন মার্কাজ থেকে মগরাহাটের ইসতেজমাতে যোগ দিতে আসেন তবলিগ জামাতের মুরুবিবরা। শনিবার আসর নামাজ বাদ দিল্লির এক মুরুব্বি বয়ান রাখেন। তার বক্তব্যের বাংলা তরজমাও করা হয়। ওই মুরব্বি বলেন, মুসলিমদের আগে কুরআন শিখতে হবে। ইসলাম সম্বন্ধে জানতে ও আল্লাহর বন্দেগি করতে কুরআনের মর্মবাণী অনুধাবন করার আহ্বান জানান তিনি। সেই সঙ্গে নামাজের পাবন্দি হওয়ার কথা বলেন। তিন দিনের ইজতেমা ঘিরে মগরাহাট সেজে উঠেছে নিজের ছন্দে। ইজতেমা উপলক্ষে বসেছে নানান দোকানপাট।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct