মোমিন আলি লস্কর, বারুইপুর, আপনজন: প্রশাসনিক কাজের সুবিধার জন্য বারুইপুর ব্লককে ভেঙে দু’ভাগ করা হচ্ছে। শুক্রবার এরই অঙ্গ হিসেবে বারুইপুর ব্লক অফিসে ১৯টি পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, সমিতির কর্মাধ্যক্ষদের নিয়ে রেজুলেশন গ্রহন করা হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বারুইপুর ২ নম্বর ব্লক অফিস ফুলতলা লীলা সিনেমার বিপরীতে জায়গায় হবে। এই প্রস্তাব দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে। এদিনের বৈঠকে ছিলেন ব্লক প্রশাসনের আধিকারিকরা, বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার, পঞ্চায়েত সমিতির সভাপতি কানন দাস, সহসভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী। বিধায়ক বিভাস সরদার বলেন, মুখ্যমন্ত্রী নিজেই এই ব্যাপারে উদ্যোগী হয়েছেন। বারুইপুর ১ ও বারুইপুর ২ নম্বর ব্লক দুইভাগে ভাগ হচ্ছে। বারুইপুর ব্লকের আয়তন অনেক বড়। ১৯টি পঞ্চায়েত ও ১টি পুরসভা আছে। প্রায় ৫ লক্ষের বেশি ভোটার আছে গোটা ব্লকে। তাই ভাঙা জরুরী ছিল। জানা গিয়েছে, বারুইপুর ২ নম্বর ব্লকে বারুইপুর পূর্ব বিধানসভার অন্তর্গত ৯ টি পঞ্চায়েত বেগমপুর, সাউথ গড়িয়া, চম্পাহাটি, রামনগর ১, রামনগর ২, হাড়দহ, বেলেগাছি, বৃন্দাখালি, নবগ্রাম পঞ্চায়েত থাকবে। বারুইপুর ১ নম্বর ব্লক মদারাট পঞ্চায়েতের অধীন। এই ব্লকে বারুইপুর পশ্চিম বিধানসভার অধীন বাকি ১০টি পঞ্চায়েত থাকবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct