অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: বিভিন্ন সরকারি পরিষেবা আমজনতার কাছে আরও সহজে পৌঁছে দিতে ‘দুয়ারে সরকার’ প্রকল্প চালু করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার থেকে গোটা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলায় শুরু হয়েছে অষ্টম পর্যায়ের ‘দুয়ারে সরকার’ ক্যাম্প। বালুরঘাটে জেলা জেলা প্রশাসনিক ভবন চত্বরে একটি ট্যাবলোর শুভ উদ্বোধনের মধ্যে দিয়ে সবুজ পতাকা নাড়িয়ে এদিন ‘দুয়ারে সরকার’ ক্যাম্পের আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক বিজিন কৃষ্ণা।অন্যদিকে, দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এ বছর ‘দুয়ারে সরকার’ কর্মসূচির মাধ্যম সাধারণ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে মোট ১৪১৭ টি ক্যাম্প করা হবে। এর মধ্যে মোবাইল ক্যাম্প ও সাধারণ ক্যাম্প রয়েছে। মোট ৩০৭ টি মোবাইল ক্যাম্প করা হবে।উল্লেখ্য, এবারের দুয়ারে সরকারের শিবির থেকে সাধারণ মানুষের কাছে মোট ৩৬টি আলাদা আলাদা সরকারি প্রকল্প পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে সরকারি তরফে।উল্লেখ্য, অষ্টম দফায় ১৫ থেকে ৩০ তারিখ পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে। আগামী বছরের ২ থেকে ৩১ জানুয়ারির মধ্যে পরিষেবা প্রদান শুরু হবে।এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণ জানান, ‘আজ থেকে আনুষ্ঠানিকভাবে ‘দুয়ারে সরকার’ ক্যাম্পের শুভ সূচনা করা হলো। আজ প্রথম দিন সব মিলিয়ে ১১৮ টি সাধারণ ক্যাম্প এবং ৩০টি মোবাইল ক্যাম্প অনুষ্ঠিত হয়।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct