এম মেহেদী সানি, স্বরূপনগর, আপনজন: উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগরের চারঘাটে ১৩ তম বইমেলা উৎসবের সূচনা হলো শনিবার ৷ চারঘাট মিলন মন্দির বিদ্যাপীঠ ময়দানে রেনেসাঁস সাংস্কৃতিক চক্রের পরিচালনায় বইমেলা চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত ৷ এলাকার শান্তি ,সম্প্রীতি ও ঐক্য অক্ষুন্ন রাখতে এদিন সকাল সাতটায় সংহতি দৌড়ের মধ্যে দিয়ে বইমেলা উৎসবের সূচনা করেন জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের প্রাক্তন ক্রীড়াবিদ ‘কোচেস্ এসোসিয়েশন অফ বেঙ্গল’-এর কনভেনার বিশিষ্ট সমাজসেবী ইসমাইল সরদার ৷ মছলন্দপুর তিনআমতলা থেকে চারঘাট মেলা প্রাঙ্গণ পর্যন্ত প্রায় সাত কিলোমিটার সংহতি দৌড়ে অংশগ্রহণ করেন প্রায় দুই শতাধিক ছেলে মেয়ে ৷ ইসমাইল সরদার নবপ্রজন্মের ছেলেমেয়েদের পড়াশোনার পাশাপাশি ক্রীড়ামুখী হওয়ার আহ্বান জানান, পাশাপাশি বইমেলা উৎসবের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা তুলে ধরেন ৷ উপস্থিত ছিলেন রেনেসাঁস সাংস্কৃতিক চক্রের সভাপতি বিশিষ্ট শিক্ষক ভৈরব মিত্র, বইমেলার প্রধান উপদেষ্টা চারঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধান টুম্পা সরদার, চাতরা গ্রাম পঞ্চায়েতের প্রধান আসলাম উদ্দিন, জনপ্রতিনিধি তাপস কুমার ঘোষ সহ অন্যান্য বিশিষ্টজনেরা ৷ উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি ও অশোকনগর এর বিধায়ক নারায়ণ গোস্বামীর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত চারঘাট বইমেলা উৎসবের উদ্বোধক হিসেবে শনিবার সন্ধ্যায় উপস্থিত ছিলেন প্রখ্যাত কবি ও গীতি কার শুভ দাশগুপ্ত । এদিন বিকালে বইমেলার মূল উদ্বোধনী অনুষ্ঠানের আগে অনুষ্ঠিত বর্ণময় পদযাত্রায় পা মেলান এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ৷ এদিন রেনেসাঁস সাংস্কৃতিক চক্রের স্মরণিকা গ্রন্থ প্রকাশের পাশাপাশি রেনেসাঁস রত্ন প্রদান করা হয় ৷ একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের প্রতিভার বিকাশে বই মেলা উৎসবে প্রতিদিনই থাকছে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ৷ রেনেসাঁস সাংস্কৃতিক চক্রের সভাপতি বিশিষ্ট শিক্ষক ভৈরব মিত্র জানান, ‘এলাকার ছাত্রছাত্রীদের মেধার বিকাশে আমরা প্রতিবছর এই অনুষ্ঠানের আয়োজন করি ৷ রাজনৈতিক কচকচানি, বিভেদ, দ্বন্দ্ব ভুলে চারঘাটবাসী ঐক্যবদ্ধভাবে বইমেলা উৎসবের অনুষ্ঠানে সামিল হন ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct