এম মেহেদী সানি, কলকাতা, আপনজন: শিক্ষাক্ষেত্রে চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষা ‘টেট’-এ উত্তরণের পথ দেখাতে ছাত্র-ছাত্রীদের বিনা ব্যয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করেছিল স্বেচ্ছাসেবী সংস্থা ‘মানবতা ৷’ ২০ সেপ্টেম্বর থেকে সুচনা হওয়া ওই টেট অনলাইন ফ্রি কোচিংয়ে নিয়মিত ক্লাস করেছিলো রাজ্যের শতাধিক ছাত্র-ছাত্রী ৷ মানবতা’র সাধারণ সম্পাদক জুলফিকার আলী পিয়াদার তত্ত্বাবধানে আশরাফুল হোসেন সামায়ুন হাকিমদের সহযোগিতায় শিক্ষক সাহানারা খাতুন (টুম্পা) , মে:শরিয়তুল্লাহ, রাফিজুল সেখ, মো সাহানুরদের পাঠদানের মধ্য দিয়ে কোচিং সম্পন্ন হয় ৷ মানবতা’র পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইন এ গুগুল মিট এর মাধ্যমে কোচিং ক্লাস হয়, লাইভ ক্লাস এর পাশাপাশি স্টাডি মেটেরিয়াল পিডিএফ আকারে শিক্ষার্থীদের সহায়তা করা হয়। পাশাপাশি বিশেষজ্ঞ মন্ডলী তারা শিক্ষার্থীদের পরীক্ষা বিষয়ক পরামর্শ দেওয়া হয়েছে ৷ সংস্থার সাধারণ সম্পাদক জুলফিকার আলি পিয়াদা জানান, ‘শিক্ষাক্ষেত্রে ‘মানবতা’র উদ্দেশ্য সমাজের হারিয়ে যাওয়া মেধাকে যেমন রক্ষা করা, তেমন উচ্চশিক্ষায় নিম্ন মধ্যবিত্ত ও প্রান্তিক পরিবারের পড়ুয়াদের পাশে দাঁড়ানো। পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অভাবগ্রস্থ পরিবারের ছেলেমেয়েদেরকেও বিশেষভাবে সহযোগিতা করা। সেই দিক থেকে এটা একটা বিশেষ উদ্যোগ। গতবছর মানবতার তরফে এমন উদ্যোগ নেয়া হয়েছিল তাতে সাফল্য মিলে ছিল, একই ভাবে এ বছরও উদ্যোগ নেয়া হয় আশা করি এবছরও আশানুরূপ সাফল্য মিলবে ৷’ প্রসঙ্গত মানবতা স্বেচ্ছাসেবী সংস্থা শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে মানুষের পাশে দাঁড়ানোর জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ৷ শিক্ষা বিষয়ক স্কলারশিপ এর ব্যবস্থা, ক্যারিয়ার কাউন্সিলিং, মেধাবী এতিম ও দুস্থ ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ানো, ফ্রি শীতকালীন বস্ত্র প্রদান, খাদ্য সামগ্রী বিতরণ প্রভর্তি সাামজিক কাজ করে থাকে মানবতা ৷ ইতিমধ্যেই মানবতা সংস্থার সাধারণ সম্পাদক জুলফিকার আলী পিয়াদা ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে সেবামূলক কাজের স্বীকৃতির জন্য নির্বাচিত হয়েছেন ৷
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct