আপনজন ডেস্ক: নাইজারের সামরিক নেতারা গণতান্ত্রিক শাসন পুনরুদ্ধারের জন্য একটি পরিকল্পনায় সম্মত হয়েছেন, যা অনুমোদনের জন্য আঞ্চলিক জোট ইকোওয়াসের কাছে উপস্থাপন করা হবে। টোগোর পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ডাসি এ কথা বলেছেন।পশ্চিম আফ্রিকার দেশগুলো অর্থনৈতিক সম্প্রদায়ের (ইকোওয়াস) পক্ষে জান্তার সঙ্গে আলোচনার জন্য ডাসি নাইজারে গিয়েছিলেন। দেশটিতে জুলাই মাসে সামরিক কর্মকর্তারা একটি অভ্যুত্থানে ক্ষমতা দখলের পর সাংবিধানিক শৃঙ্খলায় দ্রুত প্রত্যাবর্তনের জন্য জোর দিচ্ছে ইকোওয়াস। নাইজারের রাষ্ট্রীয় টেলিভিশনে বৃহস্পতিবার গভীর রাতে ডাসি বলেন, ‘আমরা নাইজারের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একটি সমৃদ্ধ বৈঠক করেছি। আমরা পরিবর্তনের বিষয়বস্তু এবং সময় নিয়ে কথা বলেছি এবং সম্মত হয়েছি।’
নাইজারের পররাষ্ট্রমন্ত্রীর পাশে দাঁড়িয়ে ডাসি বলেন, ‘আমরা মধ্যস্থতাকারী রাষ্ট্রপ্রধানদের এবং ইকোওয়াস কমিশনের কাছে এটি উপস্থাপন করতে যাচ্ছি এই আশায় যে জানুয়ারিতে ইকোওয়াসের প্রত্যাশিত সময়রেখা জানা যাবে।’তবে তারা কোন কোন বিষয়ে সম্মত হয়েছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি টোগোর পররাষ্ট্রমন্ত্রী। পশ্চিম আফ্রিকার প্রধান অর্থনৈতিক ও রাজনৈতিক জোট ইকোওয়াস রবিবার নাইজেরিয়ায় একটি শীর্ষ বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে, নাইজার জান্তাকে ‘একটি সংক্ষিপ্ত রূপান্তর রোডম্যাপে’ রাজি করাতে টোগো, সিয়েরা লিওন এবং বেনিনের নেতাদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে। জোটটি বলেছে, তারা সেই আলোচনার ফলাফলের ভিত্তিতে নাইজারের ওপর নিষেধাজ্ঞাগুলো ধীরে ধীরে শিথিল করবে। এদিকে একজন শীর্ষ মার্কিন কূটনীতিক এই সপ্তাহে বলেছেন, নাইজারের সঙ্গে নিরাপত্তা ও উন্নয়ন সহযোগিতা পুনরায় শুরু করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত, যদি জান্তা গণতন্ত্র পুনরুদ্ধারের দিকে পদক্ষেপ নেয়।জেনারেল আবদুরাহামানে তিয়ানীর নেতৃত্বে নাইজারের ক্ষমতাসীন সামরিক কাউন্সিল প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ক্ষমতাচ্যুত করে। ২০২০ সাল থেকে পশ্চিম ও মধ্য আফ্রিকায় এ ধরনের অষ্টম ঘটনা এটি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct