রাত ৯টা থেকে অলিগলির সব চায়ের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার মো. মিজানুর রহমান। মূলত এলাকার বখাটে মানুষগুলিকে শায়েস্তা করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে এসপি মিজানুর বলেন, 'সুনামগঞ্জের মানুষজন ভালো। আমরা চাই সাংবাদিক ও পুলিশ মিলে এক সঙ্গে কাজ করার। আমি সুনামগঞ্জ আসার পর দেখেছি এখানে চাঁদাবাজি, জুয়া খেলা, উঠতি ছেলেদের রাতভর আড্ডা ইত্যাদি হচ্ছে। কিন্তু আমি এখন পরিষ্কার বলে দিতে চাচ্ছি, এই জেলায় এসব হবে না। আমি চাঁদাবাজি বা জুয়া খেলা কিংবা কোনো রকম অপরাধমূলক কাজ মেনে নেব না। আমার সুনামগঞ্জ জেলা থাকবে মাদক ও দুর্নীতিমুক্ত। অনেক সময় দেখেছি শহরের বিভিন্ন পয়েন্টে দিন থেকে শুরু করে রাত ১২টা পর্যন্ত ছেলেরা আড্ডা দেয়। এটা কিন্তু সমাজের দৃষ্টিতে খারাপ। ওই সময় অনেক ছেলে বখাটেপনা করে। তাই আমি সংশ্লিষ্ট সকলকে জানিয়ে দিলাম, রাত ৯টার মধ্যে সকল চায়ের দোকার বন্ধ করে দিতে হবে।'