সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের রোল অঞ্চলের ইন্দাস রেলগেট থেকে চেকপোস্ট পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার পিচ রাস্তা একেবারে বেহাল হয়ে পড়েছে প্রতিমুহূর্তে আতঙ্ক নিয়ে রাস্তায় যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষদের কিন্তু তারপরেও হুশ ফিরছে না প্রশাসনের । রাস্তায় পিচ উঠে বড় বড় পাথর বেরিয়েছে যার কারণে ক্রমশই বাড়ছে দুর্ঘটনার পরিমাণ । রাতের অন্ধকারে শুধু নয় দিনের বেলাতেও দুর্ঘটনার পরিমাণ বাড়ছে । সব থেকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে স্কুলের ছাত্র-ছাত্রীদের । অন্যদিকে রাস্তায় তৈরি হয়েছে বড় বড় গর্ত একটু বৃষ্টি হলেই সেই গর্ত জলে পরিপূর্ণ হয়ে যায় যাতায়াতের সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষদের । প্রতিদিন কয়েক হাজার মানুষ নিত্যদিনের একমাত্র যাতায়াতের রাস্তা এটি । স্বাভাবিকভাবেই কবে এই রাস্তা সংস্কারের উদ্যোগ নেয় প্রশাসন সেদিকেই তাকিয়ে রয়েছেন সকল সাধারণ মানুষ । শেখ নিজাম উদ্দিন , শেখ পিয়ার আলম নামের স্থানীয় বাসিন্দারা জানান , দু’বছর আগে রাস্তা রিপেয়ারিং হয়েছে তার মধ্যেই রাস্তাটি একেবারে বেহাল হয়ে পড়েছে । প্রতিমুহূর্তেই ঘটছে দুর্ঘটনা প্রশাসন দ্রুত এই রাস্তার সংস্কার করুক । এ বিষয়ে ইন্দাস ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষিত জানান , আমি ব্যক্তিগতভাবে জেলা পরিষদের সভাধিপতিকে জানিয়েছি । আগামী জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে টেন্ডার হবে এবং দ্রুত রাস্তা সংস্কার হবে বলে জানান তিনি । অন্যদিকে রাস্তার এই বেহাল দশা নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করতে ছাড়িনি বিরোধী শিবির । বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস জানান , উনারা বিধায়ক ও সাংসদদের কাজ করতে দেন না । সরকারি টাকা দিয়ে ভাইপোকে বাঁচানোর চেষ্টা চলছে তাহলে রাজ্যের উন্নয়ন হবে কি করে ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct