আপনজন ডেস্ক: রাজ্যের অ্যাডবোকেট জেনারেল হিসেবে পুনরায় অধিষ্ঠিত হলেন আইনজীবী কিশোর দত্ত। শনিবার এ বিসয়ে নবান্ন থেকে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, কলকাতা হাইকোর্টের প্রবীণ আইনজীবী কিশোর দত্ত রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হিসাবে নিযুক্ত হলেন। সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় এজি হিসাবে ইস্তফা দেওয়ার পর থেকেই কিশোর দত্তের নাম মোনা যাচ্ছিল। অবশেষে তিনিই এজি হলেন। শনিবারই রাজ্যপাল সিভি আনন্দ বোস জানিয়েছেন, এজির নিয়োগ সংক্রান্ত সংক্রান্ত ফাইলে সই করে দিয়েছেন তিনি। তিনি বলেন, সরকার এজি নিয়োগ নিয়ে যে ফাইল পাঠিয়েছিল, তা সই করে পাঠিয়ে দিয়েছি। উল্লেখ্য, এর আগেও তৃণমূল সরকারের আমলেই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হিসেব দায়িত্ববার গ্রহণ করেছিলেন কিশোর দত্ত। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। যদিও তিনি সেসময় ব্যক্তিগত কারণে পদ ছাড়ার কথা বলেছিলেন আইনজীবী কিশোর দত্ত। তা নিয়ে সেমসয় বিতর্ক সৃষ্টি হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct