আপনজন ডেস্ক: আজ দিল্লি যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে তিনি শুধু বিরোধী জোট ‘ইন্ডয়া’র বৈঠকে যোগ দেবেন না, বাংলার বকেয়া আদায় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকও করবেন। তবে, মমতার সঙ্গেগ এবার দিল্লি যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। রবিবার বেলা সাড়ে ৩টেয় দিল্লির উদ্দেশ্যে তার বিমান ধরার কথা।বাংলার দাবি আদায়ের জন্য প্রধানমন্ত্রী সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯ ডিসেম্বর জোট ইন্ডিয়ার স্টিয়ারিং কমিটির বৈঠক রয়েছে। ১৪ জনের এই কমিটিতে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সেই বৈঠকে মঙ্গলবার যোগ দেবেন তিনি। এরপর ২০ ডিসেম্বর সকাল ১১টায় নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর এই বৈঠক প্রসঙ্গে আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, এই বৈঠকে কয়েকজন সাংসদও থাকতে পারেন। এদিন তৃণমূল সূত্র থেকে জানা গিয়েছে, এই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত থাকছেন অভিষেক। বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের দাবি আদায়ের তৃণমূলের আন্দোলনে প্রধান মুখ ছিলেন অভিষেকই।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct