আপনজন ডেস্ক: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আগেই বলেছিলেন তিনি অসমে বহু বিবাহ বন্ধ করে দেবেন অসমে। এবার অসমে বহুবিবাহের বিরুদ্ধে বিল আনার বিষয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে অসম বিধানসভার আসন্ন অধিবেশনে বহুবিবাহকে বেআইনি ঘোষণা করা হবে। ‘বিল অব লেডি’ পেশ করা হবে। হিমন্ত বিশ্বশর্মার মতে, বহু মাস ধরে বহু ব্যক্তি ও সংস্থার সঙ্গে আলোচনার পর এই বিলটি তৈরি করা হয়েছে। শুক্রবার রাজধানী দিল্লিতে মিডিয়ার সাথে কথা বলার সময় হিমন্ত বিশ্বশর্মা বলেন, বহুবিবাহ নিষেধাজ্ঞা বিল অসম বিধানসভার পেশ করা হবে। বিধানসভার অধিবেশন শুরু হবে ৪ ফেব্রুয়ারি থেকে। সেখানেই এই বিল অঅনা হবে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত আগেই ঘোষণা করেছিলেন যে বিলে রাজ্যের মধ্যে থেকে লাভ জিহাদ নির্মূল করার লক্ষ্যে কিছু বিধান অন্তর্ভুক্ত করা হবে। আধিকারিকরা জানিয়েছেন, বহুবিবাহ নিষিদ্ধ প্রস্তাবিত আইনের বিষয়ে মন্তব্য চেয়ে একটি পাবলিক নোটিশের প্রতিক্রিয়ায় রাজ্য প্রশাসন ১৪৯ টি সুপারিশ পেয়েছে। কর্মকর্তারা আরও বলেন, এই সুপারিশগুলির মধ্যে ১৪৬টি এই পদক্ষেপকে সমর্থন করেছে। তিনটি সংস্থা বলেছে, তারা বিলের বিরুদ্ধে। অসম রাজ্যে,বহুবিবাহের উপর নিষেধাজ্ঞার বিষয়ে জনগণের মতামত চেয়ে রাজ্য প্রশাসন ২১ শে আগস্ট একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। বিজ্ঞপ্তিতে অসমের জনগণকে ৩০ আগস্টের মধ্যে পোস্ট বা ইমেলের মাধ্যমে তাদের প্রতিক্রিয়া পাঠাতে বলা হয়। এছাড়াও, রাজ্য সরকার এই ধরনের একটি আইন পাস করার জন্য অসমরাজ্য আইনসভার আইন প্রণয়ন কর্তৃপক্ষের তদন্তের জন্য একটি বিশেষজ্ঞ দল গঠন করেছিল। বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠীর সঙ্গে আলোচনার পর কমিটি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে রিপোর্ট পেশ করেছে। রাজ্য বিধানসভার এই ধরনের আইন প্রণয়নের ক্ষমতা আছে বলে নিশ্চিত করেন হিমন্ত বিশ্বশর্মা। উল্লেখ্য, অসম সরকারের মুখ্য সচিব নীরজ ভার্মা ২০ অক্টোবর সরকারি কর্মচারীদের দ্বিতীয় বিবাহ রুখতে এক নির্দেশ জারি করেন। তাতে বলা হয়, অসম সিভিল সার্ভিস কন্ডাক্ট রুলস ১৯৬৫ অনুসারে যার একজন স্ত্রী রয়েছে তিনি সরকারের কাছ থেকে অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করতে পারবেন না। আর যে সম্প্রদায়ের একজন স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করা যায় তাদের ক্ষেত্রেও সরকার থেকে অনুমতি নিতে হবে। তাতে বলা হয়েছিল, যদি কোনও সরকারি কর্মচারীকে দেখা যায় এই নিয়ম ভঙ্গ করছেন বা দ্বিতীয়বার বিয়ে করছেন তবে তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct