আপনজন ডেস্ক: দেশের বর্তমান রাজনীতি মুসলমানদের ঘিরেই আবর্তিত বলে মনে হচ্ছে। দেশে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণার রাজনীতি বাড়ছে, যার কারণে বেশিরভাগ রাজনৈতিক দল বিদ্বেষের রাজনীতির আশ্রয় নিয়ে নির্বাচনে জয়লাভ করছে। যদিও মুসলমানদের ধর্মীয় নেতারা বলছেন এটি মুসলমানদের জন্য সবচেয়ে বিপজ্জনক। এ ব্যাপারে দেশের সংখ্যালঘুদের অন্যতম শীর্ষ সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানি বর্তমান পরিস্থিতিতে মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা কী, সংবাদমাধ্যমের এই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হল বিদ্বেষের রাজনীতি তৈরি হওয়া। এর ফলে প্রতিটি ক্ষেত্রেই মুসলমানদেরকে পিছিয়ে দেওয়া হচ্ছে। তিনি বলেন, মুসলমানদের বিরুদ্ধে এই বিদ্বেষের রাজনীতি বন্ধ করতে হবে। আরশাদ মাদানি প্রশ্ন তোলেন, কত শতাংশ মুসলমান সরকারি চাকরিতে আছেন? কত শতাংশ মুসলিম জনসংখ্যা সরকারি চাকরি পেয়েছে? এমন নয় যে একজন মুসলমান সক্ষম নয়, কারণ সে সক্ষম না হলে কেন সে প্রাইভেট কোম্পানিতে চাকরি পাবে। আসলে মুসলমানদের সরকারি চাকরিতে রাখা হয় না, তাদেরকে ইচ্ছাকৃতভাবে এসব চাকরি থেকে দূরে রাখা হয়। আরশাদ মাদানি এ প্রসঙ্গে বর্ণভিত্তিক আদমশুমারির সমর্থন জানান। তিনি বলেন, মুসলমানদের ধর্ম বা বর্ণের ভিত্তিতে নয়, অর্থনৈতিক ভিত্তিতে সংরক্ষণ করা উচিত। মাওলানা আরশাদ মাদানি বলেন, আমরা মুসলিমদের অর্থনৈতিক ভিত্তিতে সংরক্ষণের পক্ষে সমর্থন করি, ধর্মীয় ভিত্তিতে নয়। যারা পিছিয়ে আছে তাদের পশ্চাৎপদ বলা হবে সে মুসলিম হোক বা হিন্দু হোক। কারণ, প্রতিটি শ্রেণীতেই পিছিয়ে থাকা মানুষ আছে। অর্থনৈতিক অবস্থার ওপর ভিত্তি করেই তাদের সংরক্সণ দেওয়অ উচিত। দেশের কয়েকটি রাজ্যে প্রশাসন কর্তৃক ফৌজদারি মামলার প্রতিক্রিয়ায় অভিযুক্তদের বাড়িঘর ভাঙার প্রশ্নে তিনি বলেন, কেউ অপরাধে দোষী সাব্যস্ত হলে তাকে জেলে পাঠান। কিন্তু তার সন্তান ও মা-বোনদের জন্য নির্মিত বাড়িগুলোকে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা ভারতীয় সংবিধানের পরিপন্থী। ওয়াকফ সম্পত্তি নিয়ে বিরোধের প্রশ্নে মাওলানা আরশাদ মাদানি বলেন, ওয়াকফ আমাদের ধর্মীয় বিষয় এবং ওয়াকফ সম্পত্তি নিয়ে যে বিতর্ক চলছে তা যেন না হয়। ওয়াকফ সম্পত্তি রক্ষার জন্য করা হয়েছে, ধ্বংস করার জন্য নয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct