বাবলু প্রামানিক, নামখানা, আপনজন: পিচের রাস্তা তৈরি হওয়ার এক দিনের মধ্যেই উঠে যাচ্ছে সমস্ত পিচ আর সেই নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ তুলেই কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার মানুষজন। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের বামন খালি পাথরপ্রতিমা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় সাগর ব্লকের পাথরপ্রতিমা এলাকায় ২০০ মিটার রাস্তা সংস্কারের কাজের বরাদ্দ পান পিএনজি সাইট ডিপার্টমেন্ট। কিন্তু সেই পিচের রাস্তা তৈরি হলেও একদিনের মধ্যেই উঠে যাচ্ছে সমস্ত পিচ আর তাতেই নিম্নমানের সামগ্রী ব্যবহার করে রাস্তা সংস্কারের অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার মানুষজন। গ্রামবাসীদের দাবি নিম্নমানের সামগ্রী ব্যবহার করেই পিচ ঢালাই রাস্তার সংস্কার করাতেই এমন হাল হচ্ছে রাস্তা দিয়ে হাঁটলেই উঠে যাচ্ছে সমস্ত পিচ তাহলে এই ধরনের রাস্তা সংস্কারের কি দরকার আর সেই জন্যই কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা।তবে শাসকদলের জেলা পরিষদের সদস্য সন্দীপ পাত্র এবং প্রস্তুতকারীর সংস্থার কর্মীদের দাবি উন্নত মানের পরিবেশ বান্ধব পেজ দিয়ে তৈরি হচ্ছে রাস্তা, এই রাস্তা শক্ত হয়ে বসতে বেশ সময় লাগে, এলাকার মানুষের সচেতনতার অভাব। অন্যদিকে বিরোধী দলে এক নেতা অরুনা দাস বলেন, এই রাস্তা তৈরির মধ্যেও দুর্নীতি রয়েছে কাঠ মানির কারণে রাস্তা নিম্নমানের তৈরি হচ্ছে। তবে এখন দেখার এই রাস্তা জগতে কত সময় নেয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct