আপনজন ডেস্ক: ভারতে পাঁচ বছরের কম বয়সী ৫৬,০০০ এরও বেশি শিশু গুরুতর তীব্র অপুষ্টিতে (এসএএম) ভুগছে এবং ২৯ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১,১২৯ টি পুষ্টি পুনর্বাসন কেন্দ্রে (এনআরসি) ভর্তি রয়েছে।কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্দাভিয়া শুক্রবার লোকসভায় জানিয়েছেন, গুরুতর তীব্র অপুষ্টিতে (এসএএম) ভুগছে এমন শিশুদের সংখ্যা ১১ লক্ষেরও বেশি।চলতি বছরের জুন পর্যন্ত পাঁচ বছরের কম বয়সী ৫৬ হাজার ১৪৩ জন শিশু এসএএম রোগে আক্রান্ত হয়ে এনআরসিতে ভর্তি হয়েছে। ২০২২-২৩ সালে এনআরসিতে শিশুর সংখ্যা ছিল ১.৮৯ লক্ষ, ২০২১-২২ সালে এই সংখ্যা দাঁড়িয়েছে ১.৩২ লক্ষ। মন্ত্রী বলেন, ২০২০-২১ সালে এসএএম রোগে আক্রান্ত ১.০৪ জন শিশু চিকিৎসা সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হয়ে এনআরসিতে ভর্তি হয়েছে। মধ্যপ্রদেশে এনআরসি-তে সবচেয়ে বেশি ১৬,২৭৬ জন এসএএম শিশু ভর্তি হয়েছে। গত বছর এ সংখ্যা ছিল ৫৩ হাজার ৪৯০ জন। এর পরেই রয়েছে গুজরাট (৫,৬৯৪), যেখানে গত বছর ১৮,৯৭৮ জন এসএএম শিশু এনআরসি-তে ভর্তি হয়েছিল। ওড়িশা (৪,৪৬৫), উত্তর প্রদেশ (৪,২৫৮) এবং ঝাড়খন্ড (৪,০০৪) সবচেয়ে বেশি সংখ্যক এসএএম শিশুদের যত্নের প্রয়োজন বলে জানা গেছে। দক্ষিণের রাজ্যের মধ্যে কর্নাটকে এই বছর জুন পর্যন্ত এনআরসিগুলিতে সবচেয়ে বেশি সংখ্যক এসএএম শিশু ভর্তি হয়েছে। রাজ্যে প্রায় ১,৮২২ টি শিশু এনআরসিতে ছিল। গত বছর এ সংখ্যা ছিল ৭ হাজার ৩৫৯ জন। দক্ষিণের অন্যান্য রাজ্য যেখানে এসএএম শিশুদের স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে সেগুলি হল তেলেঙ্গানা (১,৩৭৯), অন্ধ্রপ্রদেশ (১,৩৩০), তামিলনাড়ু (৭৪০) এবং কেরালা (৫১)।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct