আপনজন ডেস্ক: অযোধ্যায় মোহাম্মদ বিন আবদুল্লাহ মসজিদের ভিত্তিপ্রস্তর আগামী বছর স্থাপন করা হতে পারে এবং অনুষ্ঠানে বিশিষ্টজন এবং আলেমদের আমন্ত্রণ জানানো হবে। ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশনকে (আইআইসিএফ) এই মসজিদ নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে।অযোধ্যা মসজিদ উন্নয়ন কমিটির চেয়ারম্যান হাজি আরফাত শেখ বলেন, আগামী পাঁচ থেকে ছয় বছরের মধ্যে মসজিদটি তৈরি হয়ে গেলে মক্কার মসজিদুল হারাম মসজিদের ইমাম সহসব দেশের শীর্ষ আলেমদের আমন্ত্রণ জানানো হবে। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা এবং মহারাষ্ট্রের প্রাক্তন সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান শেখ বলেন, মসজিদটি তাজমহলের চেয়েও “আরও সুন্দর” হবে। শেখ বলেন, “আমরা আগামী বছরের গোড়ার দিকে ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য সারা দেশ থেকে সাধু ও পীরদের আমন্ত্রণ জানাব। অযোধ্যা থেকে ২৫ কিলোমিটার দূরে ধন্যিপুরে বাবরি মসজিদের জায়গায় মহম্মদ বিন আবদুল্লাহ নামে মসজিদ নির্মাণ করা হবে। অযোধ্যা রাম মন্দির বিতর্কে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী উত্তরপ্রদেশ সরকার মুসলিমদের এই প্লট দিয়েছিল।ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশনের সভাপতি ও প্রধান ট্রাস্টি জুফার আহমেদ ফারুকি বলেন, ‘আমরা আশা করছি আগামী বছর মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে এবং আমরা সারা দেশ থেকে আলেমদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাব। উত্তর প্রদেশ সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ফারুকি বলেন, ‘মসজিদটি তৈরি হয়ে গেলে আমরা সারা বিশ্বের বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানাব। মসজিদের পাশাপাশি মসজিদ উন্নয়ন কমিটি সেখানে দন্তচিকিৎসা, আইন, স্থাপত্য এবং আন্তর্জাতিক সম্পর্কের মতো বিভিন্ন বিষয়ে নিবেদিত কলেজগুলির পরিকল্পনা করেছে। পাশাপাশি ক্যান্সারের চিকিৎসাসহ দুটি হাসপাতাল তৈরি করা হবে জানিয়ে শেখ বলেন, সব ধর্মের মানুষের জন্য কমিউনিটি সেন্টারও তৈরি করা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct