নিজস্ব প্রতিবেদক, অরঙ্গাবাদ: বিড়ি পাতার দোকান, হোটেল, হলুদ মিল সহ বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে কাজ করানো হচ্ছে ছোট ছোট বাচ্চা শিশুদের। শিশুদের এই শিশু শ্রমিক বন্ধ করতে বিভিন্ন প্রতিষ্ঠানে যৌথভাবে হানা দিল চাইল্ড ওয়েলফেয়ার কমিটি, জেলা শিশু সুরক্ষা দপ্তর ও জেলা শ্রম দপ্তর। বৃহস্পতিবার বিকেলে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের পুরাতন ডাকবাংলা, ধুলিয়ান সহ বেশ কয়েকটি হোটেলে হঠাৎ হানা দিয়ে ছয়জন শিশু শ্রমিককে উদ্ধার করেন। ডেপুটি লেবার কমিশনার সহ শিশু সুরক্ষা দপ্তরের সিনিয়র আধিকারিকদের নেতৃত্বে এক বিশেষ টিম এসে সামসেরগঞ্জের বিভিন্ন হোটেল, বিড়ি পাতার দোকান, হলুদ মিল সহ বিভিন্ন প্রতিষ্ঠান গুলোতে হানা দেয়। সেখান থেকেই উদ্ধার করা হয় শিশুদের। শিশু শ্রমের বিরুদ্ধে পদক্ষেপ নিতে মূলত এই অভিযান বলে জানা গিয়েছে শ্রম দপ্তরের পক্ষ থেকে।
এদিকে হোটেল ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিশু শ্রমিকদের উদ্ধার ঘিরে রীতিমতো হইচই সৃষ্টি হয় এলাকা জুড়ে। শিশু শ্রমিকদের উদ্ধার করতে এই অভিযানের সময় উপস্থিত ছিলেন চাইল্ড ওয়েলফেয়ার কমিটির জেলা চেয়ারপার্সন সোমা ভৌমিক, জেলা শিশু সুরক্ষা কার্যালয়ের প্রাতিষ্ঠানিক দায়িত্ব প্রাপ্ত আধিকারিক এবং শ্রমদপ্তরের আধিকারিক বিতান দে সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct