আপনজন ডেস্ক: অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের মতে, মথুরার শাহী ঈদগাহ নিয়ে এলাহাবাদ হাইকোর্টের সাম্প্রতিক রায় অত্যন্ত দুঃখজনক এবং বিপজ্জনক পরিণতি বয়ে আনবে। মুসলিম পার্সোনাল ল বোর্ডের মুখপাত্র ড. সৈয়দ কাসিম রসুল ইলিয়াস এক বিবৃতিতে বলেন, এলাহাবাদ হাইকোর্ট মথুরার শাহী ঈদগাহের জরিপের অনুমতি দিয়ে কেবল ১৯৯১ সালের উপাসনালয় আইনই লঙ্ঘন করেনি, এটি হিন্দু ও মুসলমানদের মধ্যে ১৯৬৮ সালের চুক্তিরও পরিপন্থী, যেখানে হিন্দু ও মুসলমানদের মধ্যে রফা হয়েছিল। ঈদগাহ ও মন্দিরের মধ্যে একর জমি ভাগ করা হয়েছিল। শ্রীকৃষ্ণ জন্মস্থান সেবা প্রতিষ্ঠান এবং শাহী ঈদগাহ মসজিদ ট্রাস্টের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যার ফলে ১০.৯ একর জমি কৃষ্ণ জন্মভূমি এবং ২.৫ একর জমি মসজিদের কাছে হস্তান্তর করা হয় এবং বলা হয় বিরোধ চিরতরে শেষ। বোর্ডের মুখপাত্র কাসিম রসুল ইলিয়াস বলেছেন, এলাহাবাদ হাইকোর্টের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানাবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct