আপনজন ডেস্ক: ২০২৪ সালে হজে যাওয়ার জন্য প্রথম পর্যায়ে ‘হজ ফর্ম’ পূরণ করা ইতিমধ্যে শুরু হয়েছে এবং এখনও পর্যন্ত বিজ্ঞপ্তি অনুসারে ২০ ডিসেম্বরের মধ্যে ফর্ম পূরণ করা হবে। অন্যান্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গেও রাজ্য হজ কমিটির তত্ত্বাবধানে হজ যাত্রীদের হজে যাওয়ার প্রক্রিয়ার প্রস্তৃতি শুরু হয়েছে।
তবে, সূত্রের খবর সৌদি সরকার ২০২৪ সালে সারা বিশ্ব থেকে আগত হজযাত্রীদের খরচ কমিয়েছে। এ ব্যাপারে বিহার রাজ্য হজ কমিটির চেয়ারম্যান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সৌদি সৌদি সরকার ২০২৪ সালের হজের খরচ ২৫২১ রিয়াল কমানোর ঘোষণা দিয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৫৫হাজার টাকা। তবে এর মধ্যে হজের কুরবানির খরচ ধরা নেই। সেই খরচ নিজেদের করতে হবে। যদিও এ ব্যাপারে পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির আধিকারিক সূত্র জানিয়েছে, তাদের কাছে এখনও এধরনের কোনও নির্দেশ আসেনি কেন্দ্রীয় হজ কমিটির তরফ থেকে। আগামী রবিবার রাজ্য হজ কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হতে পারে।
তবে, বিহার রাজ্য হজ কমিটির চেয়ারম্যান আলহাজ আবদুল হক জানিয়েছেন, বিহারে ২০২৪ সালের হজ যাত্রার প্রস্তুতি চলছে। গয়া এম্বারকেশন পয়েন্ট থেকে হজে যাওয়ার বিমানের ভাড়াও দেশের অন্যান্য ১৯ টি বিমানবন্দরের চেয়ে বেশি। এখানে ছোট ছোট প্লেন আসে অর্থাৎ এক প্লেনে ১৫০ জন হজযাত্রী পাঠানো হয়, অন্য জায়গায় এক প্লেনে ৩০০ জনের বেশি লোক যায়। তাই কলকাতা এম্বারকেশনের তুলনায় গয়া থেকে খরচ প্রায় ২৫ হাজার টাকা বেশি।
হজের খর কমা প্রসঙ্গে তিনি জানান, এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে ২০২৪ সালে গয়া এম্বারকেশন পয়েন্ট থেকে যারা যাবেন তাদের মোট ব্যয় হিসেবে প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা দিতে হবে। গত বছর দিতে দিতে হয়েছিল ৪ লাখ ৩৬১ টাকা।
বিহারের হজযাত্রীরাগয়া ছাড়াও কলকাতা থেকেও হজে যান। তিনি আরও জানান, কলকাতা থেকে ২০২৩ সালে প্রায় ১৭০০ হজযাত্রী কলকাতা থেকে রওনা হন এবং গয়া থেকে প্রায় ৩০০০ হজযাত্রী বিমান যাত্রা করেন।
বিহার হজ কমিটির চেয়ারম্যান আরও জানান, এবারও কলকাতা এম্বারকেশনের বিকল্প থাকবে। কলকাতা থেকে যারা যাবেন তাঁদের বিমান ভাড়া দিতে হবে ১,৪২,৪৯৮ টাকা এবং মোট খরচের পরিমাণ দিতে হবে ৩ লক্ষ ২৫ হাজার টাকা।
উল্লেখ্য, ২০২৪ সালের হজ যাত্রায়ও কিছু পরিবর্তন আনা হয়েছে। এবার ২০২৪ সালের হজ যাত্রায় ছোট শিশুরাও বাবা-মায়ের সঙ্গে হজে যেতে পারবে। ২০২৩ সালে ১২ বছরের কম বয়সী শিশুদের হজের সময় তাদের বহন নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু এবার সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। একই সঙ্গে দুই বছরের কম বয়সি শিশুদের জন্য ভাড়া হবে মাত্র ১০ শতাংশ। অর্থাৎ ভাড়ার পুরো পরিমাণের ওপর মাত্র ১০ শতাংশ ভাড়া দিতে হবে, এ ছাড়া হজ ফি ইত্যাদির পরিমাণও দিতে হবে না, তাই যারা তাদের ছোট বাচ্চাদের সঙ্গে নিয়ে যেতে চান তারাও হজের উদ্দেশ্যে রওনা হতে পারবেন। একই সঙ্গে এবার এমনও করা হয়েছে যে, একটি কোর গ্রুপের ধারণক্ষমতা পাঁচ জন। ২০২৩ সালের হজ যাত্রায় কোর গ্রুপে রাখা হয়েছিল মাত্র চারজনকে।
বিহার হজ কমিটির চেয়ারম্যান সাংবাদকিদের কাছে দেশের অন্যান্য জাযগা থেকে যাওয়া ২০২৪ সালের হজযাত্রার সম্ভাব্য ব্যয় সম্বন্ধে সাংবাদিকদের জানান।
বিহার: বিমানের ভাড়া ১৬৮,০০০ টাকা, মোট খরচ ৩৫০,০০০ টাকা
শ্রীনগর: বিমানের ভাড়া ১,৬২,০০০ টাকা, মোট খরচ ৩,৪৫,০০০ টাকা।
ঔরঙ্গাবাদ: বিমানের ভাড়া ১,৬০,০০০ টাকা। মোট খরচ ৩,৪৩,০০০ টাকা।
গুয়াহাটি: বিমান ভাড়া ১ লাখ ৪৯ হাজার মোট খরচ ৩ লাখ ৩২ হাজার।
কলকাতা: বিমান ভাড়া ১ লাখ ৪২ হাজার মোট ব্যয় ৩ লাখ ২৩ হাজার।
চেন্নাই: বিমান ভাড়া ১ লাখ ১৩ হাজার। মোট ব্যয় ২ লাখ ৯৩ হাজার।
মুম্বাই: বিমানের ভাড়া ৭১,৮১২ টাকা, মোট দাম ২,৫৫,০০০ টাকা
হায়দ্রাবাদ: বিমান ভাড়া ৭১৪৬৬ মোট খরচ ২ লাখ ৫৪ হাজার
বেঙ্গালুরু: বিমান ভাড়া ৭০১৬৬ টাকা, মোট খরচ ২ লক্ষ ৫৪ হাজার। উল্লেখ্য, মে মাসে শুরু হবে ২০২৪ সালের হজ যাত্রা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct