আপনজন ডেস্ক: ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের সঙ্গে নেইমারের পিএসজির প্রীতি ম্যাচ। সুযোগ থাকলে এমন দ্বৈরথ দেখার লোভ কেই–বা সামলাতে পারে! টিকিটের দাম যতই চড়া থাকুক, কাছ থেকে একবার সময়ের অন্যতম সেরা ফুটবলারকে দেখতে চাইবেন ফুটবলপ্রেমীরা।প্রায় ৭৩২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে গত জুলাইয়ে আল নাসর ও পিএসজির প্রীতি ম্যাচ দেখতে গিয়েছিলেন নাগাসাকির গভর্নর কেঙ্গো ঐশী। ম্যাচটি হয়েছিল জাপানের ওসাকায়। নাগাসাকি থেকে স্থলপথে যে শহরের দূরত্ব প্রায় ৭৩২.১ কিলোমিটার।নাগাসাকির গভর্নর কেঙ্গো ঐশী
নাগাসাকির গভর্নর কেঙ্গো ঐশীজাপানের প্রধানমন্ত্রীর অফিসএত দূরে গিয়েও ম্যাচটি হয়তো উপভোগই করেছেন ঐশী। কিন্তু সেই ম্যাচ দেখা নিয়ে এত দিন পর বিপাকে পড়েছেন নাগাসাকির মেয়র। ম্যাচটি তিনি দেখতে গিয়েছিলেন সরকারি একটি বৈঠকে যোগ না দিয়ে। ঐশীর বিপাকে পড়ার কারণ শুধু এটাই নয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সরকারি অর্থ খরচ করে তিনি সেই ম্যাচ দেখতে গিয়েছিলেন।ঐশীর ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে ম্যাচের টিকিট ঐশী নিজের অর্থেই কিনেছিলেন। কিন্তু ভ্রমণের অর্থ নিয়েছেন সরকারি তহবিল থেকে। গভর্নর ঐশীর তরফ থেকে বলা হয়েছে, তিনি সেই ম্যাচ দেখতে গিয়েছিলেন মূলত অন্য কারণে।কী সেই কারণ? রোনালদোকে একটি প্রচারণামূলক কাজে লাগাতে চেয়েছিলেন নাগাসাকির মেয়র। ঐশীর দাবি, সেই উদ্দেশ্যে তিনি রোনালদোর লোকজনের সঙ্গে দেখা করতে এবং কথা বলতে ওসাকায় গিয়েছিলেন। কিন্তু সরকারি কয়েকজন কর্মকর্তা বলেছেন, রোনালদোর সঙ্গে এমন কোনো চুক্তি হয়নি। সব মিলিয়ে ঐশীর পদত্যাগের জোর দাবি তুলেছেন অনেকে। কেউ কেউ আবার ঐশীর পাশেও দাঁড়িয়েছেন। বিশেষ করে তাঁর সমর্থকেরা বলছেন, প্রচারণামূলক কাজে রোনালদোর সঙ্গে চুক্তি করতে পারলে সেটা শহরের জন্য ভালোই হতো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct