নিজস্ব প্রতিবেদক, হাওড়া, আপনজন: হাওড়ার পুরসভার ৪৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত গড়ফা খালপাড় এলাকা যেন ম্যাপের বাইরের কোনও অঞ্চল। পর্যাপ্ত পানীয় জল বলতে কিছু নেই। এলাকায় মানুষের পানীয় জল বলতে শুধুমাত্র একটি ডিপ টিউবয়েল। স্থানীয়দের অভিযোগ, সেটির উপরেই নির্ভরশীল এলাকার কয়েকশো মানুষ। বেশ কয়েকদিন ধরে এলাকার ওই একটিমাত্র কল খারাপ হয়ে পড়ে আছে গত প্রায় ৭-৮ দিন ধরে। এখন এলাকার মানুষের একমাত্র উপায় এখন এলাকা দিয়ে বয়ে যাওয়া ‘খালের’ জল। আরও অভিযোগ, এমতাবস্থায় খাবার জল আনতে যেতে হচ্ছে রেললাইন অতিক্রম করে অন্যপ্রান্তে। এলাকার বাসিন্দাদের দাবি, সকলকে জানিয়েও কোনও সুরাহা হয়নি। এদিকে, খালের জল ব্যবহার করায় বাড়ছে জলবাহিত রোগের আতঙ্কে ভুগছেন বাসিন্দারা। স্থানীয়দের বক্তব্য, জল কিনে খাবার টাকা নেই। এদিকে, হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডা: সুজয় চক্রবর্তী জানান, এলাকার মানুষ লিখিত আকারে অভিযোগ দিলে এলাকার অকেজো কল যেমন সারাই হবে, পাশাপাশি প্রয়োজনে নতুন কলের ব্যবস্থা করা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct