আপনজন ডেস্ক: আগামী ১৫ ডিসেম্বর রাজস্থানের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ভজন লাল শর্মা। মঙ্গলবার রাজস্থানের মুখ্যমন্ত্রী হিসেবে ভজন লাল শর্মার নাম ঘোষণা করা হয়। বসুন্ধরা রাজে, কিরোদি লাল মীনা এবং বাবা বলকনাথের মতো হেভিওয়েটদের নাম মুখ্যমন্ত্রী পদের জন্য শোনা গেলেও দল লো-প্রোফাইল ভজন লালকে বেছে নিয়েছে। বিজেপির পর্যবেক্ষক দলের সঙ্গে জয়পুরে থাকা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ঘোষণা করেন যে ভজন লাল শর্মা রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রী হবেন। ইয়া কুমারী এবং প্রেম চাঁদ বৈরওয়াকে উপ-মুখ্যমন্ত্রী হিসাবে মনোনীত করা হয়েছে। উল্লেখ্য, বিধায়ক হওয়ার আগে শর্মা ২০ বছর ধরে রাজ্য বিজেপির সভাপতি অশোক পরনামী, মদন লাল সাইনি, সতীশ পুনিয়া এবং সিপি জোশীর অধীনে দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। ৫৬ বছর বয়সি এই নেতা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পটভূমি থেকে এসেছেন। তিনি আরএসএসের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সঙ্গেও যুক্ত ছিলেন। ভজনলাল শর্মা সাঙ্গানের বিধানসভা আসনটি ধরে রেখেছেন। যদিও তিনি ২০০৩ সালে নির্দল প্রার্থী হিসাবে বিজেপির বিরুদ্ধে নাদবাঈ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct