আপনজন ডেস্ক: গত সপ্তাহে ‘নগদ ও উপহার ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন’কাণ্ডে লোকসভা থেকে বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস নেত্রী মহুয়া মৈত্রকে তাঁর সরকারি বাসভবন খালি করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। লোকসভার হাউজিং কমিটি নগরোন্নয়ন মন্ত্রককে চিঠি লিখে তাকে তার সরকারি বাসভবন খালি করতে বলার প্রক্রিয়া শুরু করতে বলেছে। বিশেষ কোটায় মন্ত্রণালয় থেকে মৈত্রকে বাংলো বরাদ্দ করা হয়। নিয়ম অনুযায়ী, কোনও অযোগ্য সংসদ সদস্য সরকারি বাসস্থানের অধিকারী নন এবং সরকারি বাংলো খালি করার জন্য তাকে ৩০ দিনের সময় দেওয়া হয়।জানা গিয়েছে, কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক মহুয়া মৈত্রের টেলিগ্রাফ লেনের বাড়িটি খালি করার জন্য নোটিশ পাঠানো হয়েছে৷সংসদে প্রশ্ন করার জন্য নগদ ও উপহার নেওয়ার অভিযোগে এথিক্স কমিটির সুপারিশের ভিত্তিতে শুক্রবার মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কার করা হয় ৷ তাকে এভাবে বহিষ্কারের নিন্দা করে মহুয়া মৈত্র একে সালিশি সভার সিদ্ধান্ত বলে কটাক্ষ করেছেন ৷
যদিও মহুয়া মৈত্র সুপ্রিম কোর্টে দায়ের করা একটি পিটিশনে লোকসভা থেকে তাঁর সাসপেনশনকে চ্যালেঞ্জ করেছেন।৪৯৫ পাতার রিপোর্ট গত শুক্রবার লোকসভায় জমা দেয় এথিক্স কমিটি ৷ সেই রিপোর্ট পড়ে দেখার জন্য তৃণমূল ও বিরোধীরা সময় চাইলেও, সেই সময় তাদের দেওয়া হয়নি ৷ সে দিনই মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কার করেন অধ্যক্ষ ওম বিড়লা ৷ এই ঘটনার তীব্র নিন্দা করে তৃণমূল কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলগুলি ৷ উল্লেখ্য, বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে অভিযোগ করেছিলেন যে, শিল্পপতি দর্শন হীরানন্দানির থেকে নগদ ও উপহার গ্রহণের বিনিময়ে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে প্রশ্ন করেছেন মহুয়া মৈত্র ৷ সেই অভিযোগের ভিত্তিতেই ঘটনা খতিয়ে দেখে রিপোর্ট জমা দেয় সংসদের এথিক্স কমিটি ৷সংসদ থেকে বহিষ্কৃত হওয়ার এব মাসের মধ্যে মহুয়ার বাসভবন ছাড়ার মতো নির্দেশ এই প্রথম নয় বিরোধী দলের নেতা-নেত্রীর বিরুদ্ধে। একই পরিস্থিতি দেখা গিয়েছিল যখন কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ২২ এপ্রিলের মধ্যে তুঘলক লেনের ১২ নম্বর সরকারি বরাদ্দ বাংলো খালি করতে বলা হয়েছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct