আপনজন ডেস্ক: জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের কেন্দ্রীয় সিদ্ধান্ত সাংবিধানিক দিক থেকে বৈধ। সোমবার সুপ্রিম কোর্ট এই ঐতিহাসিক রায দেয়। ন্যাশনাল কনফারেন্স প্রধান এবং জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহকে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের বিষয়ে সুপ্রিম কোর্টের রায় সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন যে জম্মু ও কাশ্মীরের ‘জাহান্নামে যাওয়া উচিত।’আবদুল্লাহ মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, জম্মু ও কাশ্মীরকে জাহান্নামে যেতে দিন। তারা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তারা মানুষের মন জয় করতে চায়। আপনি কীভাবে মন জিতবেন যদি আপনি মানুষকে আরও দূরে ঠেলে দেওয়ার জন্য এমন কাজ করেন? সেই প্রশ্নও তোলেন। জম্মু ও কাশ্মীরে কয়েক দশক ধরে সহিংসতা ও অস্থিতিশীলতা এবং ৩৭০ অনুচ্ছেদের অধীনে প্রাক্তন রাজ্যের জন্য বিশেষ সাংবিধানিক সুবিধার জন্য বিজেপি দেশের প্রথম প্রধানমন্ত্রীকে দায়ী করার পরে জওহরলাল নেহরুর পক্ষে এগিয়ে এসে ন্যাশনাল কনফারেন্সের প্রবীণ নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা মঙ্গলবার দাবি করেছেন যে বিশেষ বিধানটি আনার সময় জওহরলাল নেহরু মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন। মঙ্গলবার সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী দাবি করেন, তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল এবং বিজেপি নেতা তথা ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জি প্রাক্তন রাজ্যকে বিশেষ সাংবিধানিক সুবিধা দেওয়ার প্রক্রিয়ায় জড়িত ছিলেন।
তিনি বলেন, আমি জানি না কেন তারা (বিজেপি) পণ্ডিত জওহরলাল নেহরুর বিরুদ্ধে এত বিষ প্রয়োগ করছে। নেহরু (৩৭০ অনুচ্ছেদের অধীনে জম্মু-কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়ার জন্য) দায়ী নন। যখন এই অনুচ্ছেদ (৩৭০) আনা হয়েছিল, তখন সর্দার প্যাটেল এখানে (সংসদে) ছিলেন এবং পণ্ডিত নেহরু আমেরিকায় ছিলেন। যখন মন্ত্রিসভার বৈঠক (বিশেষ সাংবিধানিক বিধান আরোপের বিষয়ে) হয়েছিল, তখন শ্যামাপ্রসাদ মুখার্জিও এতে অংশ নিয়েছিলেন। ওই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ফারুক আবদুল্লাহ জানান।আবদুল্লাহ বলেন, তিনি আশাবাদী যে সুপ্রিম কোর্ট জম্মু ও কাশ্মীরে অবিলম্বে নির্বাচন করার জন্য কেন্দ্রকে নির্দেশ দেবে। সোমবার এক যুগান্তকারী রায়ে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের রায় বহাল রেখে শীর্ষ আদালত জম্মু ও কাশ্মীরের রাজ্যের মর্যাদা পুনরুদ্ধার এবং সেখানে নির্বাচন অনুষ্ঠানের জন্য কেন্দ্রকে আগামী বছরের সেপ্টেম্বরের সময়সীমা নির্ধারণ করেছে।তিনি বলেন, আমরা চাই কাশ্মীরে অবিলম্বে নির্বাচন হোক, কিন্তু সুপ্রিম কোর্ট তাদের সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছে। ন্যায়বিচার কোথায়?এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে আক্রমণ করেছিলেন এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীর নামে পরিচিত কাশ্মীরের একটি অংশে পাকিস্তানের অবৈধ দখলের জন্য তাকে দায়ী করেছিলেন।জম্মু ও কাশ্মীর সংরক্ষণ (সংশোধন) বিল, ২০২৩ এবং জম্মু ও কাশ্মীর পুনর্গঠন (সংশোধন) বিল, ২০২৩ এর উপর রাজ্যসভায় আলোচনার সময় অমিত শাহ এ কথা বলেন।গত সপ্তাহে লোকসভায় অমিত শাহ বলেন, নেহরু দুটি বড় ভুল করেছিলেন, যার কারণে কাশ্মীরকে বহু বছর ভুগতে হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct