নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: সোমবার মদ মুক্ত সুদ মুক্ত সমাজ গড়ার দাবিতে কলকাতার রামলীলা পার্ক থেকে ধর্মতলা গান্ধী মূর্তি পাদদেশ পর্যন্ত পদযাত্রা করলো ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া। ঝাঁটা হাতে মিছিলে অংশগ্রহণ করেন মহিলারা, এছাড়াও ছাত্র, যুবক, কৃষক, বৃদ্ধ — হাজারের সংখ্যাই ভিড় দেখা যায় মিছিলে, স্লোগান দেওয়া হয় রাজ্য সরকারের বিরুদ্ধে। মিছিলে পায়ে পা মেলানো কেন্দ্রীয় সহ অসংখ্য রাজ্য নেতৃত্ব। পদযাত্রা শেষ করে সভা অনুষ্ঠিত হয় ধর্মতলা গান্ধী মূর্তি প্রাঙ্গণে। সভা থেকে কেন্দ্রীয় সভাপতি তথা জেলবন্দি ছাত্র নেতা উমর খালিদের পিতা ড: কাসেম রসূল ইলিয়াস বলেন, বাংলা থেকে মদের বিরূদ্ধে যে জোরালো আওয়াজ উঠেছে তা সারা দেশে ছড়িয়ে পড়বে। সভা থেকে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার রাজ্য সভাপতি মনসা সেন সুদ ও মদের প্রসঙ্গে বলেন, সমস্ত রাজনৈতিক দল এই বিষয় গুলোকে রাজনৈতিক এজেন্ডা হিসেবে ব্যাবহার করে থাকে, স্বাধীনতার ৭৫ বছর হয়ে গেলো আজ পর্যন্ত কেউ মদ মুক্ত সুদ মুক্ত সমাজ গড়ার লক্ষ নেয়নি। ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া একমাত্র রাজনৈতিক দল যে মদ মুক্ত, সুদ মুক্ত, জুয়া মুক্ত সমাজ গড়ার লক্ষে কাজ করছে, ধনী আর গরিবের বৈষম্য দূর করতে কাজ করছে। মদ- জুয়া সমস্ত অপরাধের জননী, সুদ মানুষকে শোষণ করছে, ঘুষ ভারতবর্ষের সমাজ জীবনের রন্ধে রন্ধে অভিশাপ হয়ে বাসা বেঁধেছে। আমরা চাই নেতাজি,আজাদের এই পবিত্র মাটি থেকে সমস্ত অন্যায়, অপরাধ দূর হটুক।’ আন্দোলনরত চাকরি প্রার্থীদের দ্রুত নিয়োগের দাবি জানান ফ্রাটেরনিটি মুভমেন্টের রাজ্য সভাপতি আরমান আলী। তিনি আরো বলেন, ২০১১ সালে ১০ হাজার মাদ্রাসা তৈরি করার প্রতিশ্রুতি দিয়ে সরকার গড়েছিল তৃণমূল, একটাও তৈরি করেনি। রাজ্য সরকার যদি শিক্ষিত যুবক যুবতীতের দ্রুত নিয়োগের ব্যবস্থা না করে তাহলে দীর্ঘ আনন্দের পথে নামবে তাঁরা। রাজ্য মহিলা শাখা নেত্রী রহিনা খাতুন মমতা বন্দ্যোপাধ্যায়কে ইঙ্গিত করে বলেন, তিনি নিজেকে মমতাময়ী মা বলে থাকেন তাহলে একজন মা কিভাবে তার সন্তানদের হাতে মদ তুলে দিতে পারে? বাংলার মহিলাদেরকেও এটা বুঝতে হবে তাঁদের হাতে লক্ষীর ভান্ডারের ৫০০ টাকা ধরিয়ে দিয়ে স্বামীদের মদ, জুয়া, লটারিতে মাতিয়ে দিয়েছে। এছাড়াও বক্তব্য রাখেন ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার অসংখ্য নেতৃত্ববৃন্দ। সভা পরিচালনা করেন দলের রাজ্য সাধারণ সম্পাদক সারওয়ার হাসান। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুব্রামনি আরুমুগাম ও সীমা মহসিন, প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি ড: মুজতবা ফারুক, কেন্দ্রীয় কমিটির সদস্য শফিক মাদানী, দলের শ্রমিক সংগঠন ফিটুর জোসেপ জন, কেন্দ্রীয় সহ সভাপতি ডাঃ রইসুদ্দিন, রাজ্য সহ সভাপতি মির্জা নুরুল হাসান, যুব নেতা মন্টুরাম হালদার সহ উপস্থিত ছিলেন মহারাষ্ট্র, রাজস্থান, কর্ণাটক, কেরালা, তামিলনাডুর রাজ্য সভাপতিরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct