আপনজন ডেস্ক: সদ্য শেষ হওয়া ভারত–অস্ট্রেলিয়া ৫ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে মোট ছক্কা হয়েছে ৮৮টি। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা মেরেছেন ৪২টি ছক্কা, ভারতীয়রা মেরেছেন এর চেয়ে ৪টি বেশি। রুতুরাজ গায়কোয়াড়, যশস্বী জয়সোয়াল, রিংকু সিংদের বিশাল বিশাল ছক্কায় উন্মাতাল হয়েছেন ভারতের সমর্থকেরা, ভেসেছেন সিরিজ জয়ের আনন্দে। ভারতের ব্যাটসম্যানদের এমন বড় বড় ছক্কা মারতে পারার রহস্য জানিয়েছেন পাঁচ ম্যাচের সিরিজে সর্বোচ্চ রান করা গায়কোয়াড়। একটি শতকসহ ৫ ইনিংসে ৫৫.৭৫ গড়ে তিনি করেছেন ২৩৩ রান, তিনি ব্যাটিং করেছেন ১৫৯.২১ স্ট্রাইক রেটে। তবে স্ট্রাইক রেটে গায়কোয়াড়ের চেয়েও এগিয়ে রিংকু সিং আর যশস্বী জয়সোয়াল। এই সিরিজে রিংকু রান তুলেছেন ১৭৫ স্ট্রাইক রেটে আর জয়সোয়ালের স্ট্রাইক রেট ছিল ১৬৮–এর বেশি।এমন স্ট্রাইক রেট আর বড় বড় ছক্কা মারতে পারার রহস্য জানাতে গিয়ে গায়কোয়াড় বলেছেন, সিরিজ চলাকালে ভারতের খেলোয়াড়দের মধ্যে ছক্কা মারার প্রতিযোগিতা হয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজও এর ব্যতিক্রম ছিল না। এই প্রতিযোগিতা তাঁদের অনুশীলনেও চলে!
স্টার স্পোর্টসকে গায়কোয়াড় বলেছেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে কিছু খেলোয়াড়ের মধ্যে ছয় মারার প্রতিযোগিতা হয়েছে। আমরা অনুশীলনে ছক্কা মারাটা উপভোগ করেছি এবং অনেক মজাও করেছি। আর নিশ্চিতভাবেই আমি বলতে পারি, রিংকু ও যশস্বী অন্যদের চেয়ে এতে এগিয়ে।’অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ ছক্কা অবশ্য গায়কোয়াড়ই মেরেছেন। ৫ ইনিংসে তাঁর ছক্কা ১০টি। দ্বিতীয় সর্বোচ্চ ৯টি ছক্কা মেরেছেন ঈশান কিষান। তিনি অবশ্য খেলেছেন মাত্র ৩ ইনিংস। ৫ ইনিংস খেলে অধিনায়ক সূর্যকুমার যাদব মেরেছেন ৮টি ছক্কা, ৫ ইনিংসে জয়সোয়ালের ছক্কা ৭টি, আর রিংকু মেরেছেন ৪টি ছক্কা। তিনি অবশ্য খেলেছেন ৪ ইনিংস, বাকিদের চেয়ে বলও খেলেছেন কম।৪ ইনিংসে রিংকু বল খেলেছেন ৬০টি। গায়কোয়াড় সর্বোচ্চ ১৪০টি বল খেলেছেন। সূর্যকুমার ৯০, জয়সোয়াল ৮২ ও কিষান ৭৬ বল খেলেছেন। গায়কোয়াড় অবশ্য টি–টোয়েন্টিতে তাঁর ওপেনিং সঙ্গী জয়সোয়ালের ব্যাটিং নিয়ে রোমাঞ্চিত। তিনি বলেছেন, ‘বেশির ভাগ সময়ই প্রথম বল থেকেই সে আক্রমণাত্মক শট খেলে। যশস্বী এমন একজন খেলোয়াড়, যে কিনা ধরে খেলে না।’গায়কোয়াড় আবার ধীরেসুস্থে দেখেশুনে খেলতে পছন্দ করেন। এটা একদিক থেকে দলের আক্রমণাত্মক ব্যাটসম্যানদের জন্য সুবিধাই। গায়কোয়াড় তো আছেনই—এমন ভেবে তাঁরা নিজেদের মতো করে শট খেলতে পারেন! গায়কোয়াড় তাঁর খেলার ধরন নিয়ে বলেছেন, ‘যশস্বীর মতো কেউ যখন অন্য প্রান্তে মেরে খেলে, আমার জন্য অন্য প্রান্ত আগলে রেখে খেলাটা গুরুত্বপূর্ণ। আমি তার (জয়সোয়াল) সঙ্গে ব্যাটিংটা উপভোগ করি।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct