সাদ্দাম হোসেন, বানারহাট, আপনজন: সোমবার থেকে চালু হল গজলডোবার ঝুলন্ত সেতু। সোমবার জলপাইগুড়ি জেলার বানারহাটে সরকারি সভা থেকে নবনির্মিত ঝুলন্ত সেতুর ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ভোরের আলোর প্রবেশ পথে পর্যটকদের স্বাগত জানাতে সেজে উঠেছে এই সেতু। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের গজলডোবায় তিস্তা নদীর কোলে ‘ভোরের আলো’ মেগা পর্যটন কেন্দ্র সাজানোর কাজ চলছে। যার মধ্যে হোম কটেজ, নৌকা বিহার রয়েছে।সেই সাথে গজলডোবার পর্যটন কেন্দ্রর মাত্রা আরও বাড়িয়ে তুলতে ঝুলন্ত সেতু তৈরি করার উদ্যোগ নিয়েছিল সরকার।এরই অঙ্গ হিসেবে তৈরি হয়েছে গজলডোবার এই ঝুলন্ত সেতু।আজ এই সেতুর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।সেতুর উদ্বোধন হতেই প্রচুর মানুষ ভিড় জমান।ইতিমধ্যেই এই সেতুকে ঘিরে পর্যটকদের আগ্রহ তৈরি হয়েছে।বহু পর্যটককে আজ এই সেতুর উপর দাঁড়িয়ে ছবি তুলতে দেখা যায়। এই বিষয়ে চিফ ইঞ্জিনিয়ার অজিত কুমার সাহা জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি ভাবে আজ এই নতুন সেতুর উদ্বোধন করলেন। সিডনি হারবার ব্রিজের আদলে গজলডোবায় ঝুলন্ত সেতু তৈরি করা হয়েছে। চার বছর ধরে প্রায় ১০৯ কোটি টাকা ব্যয়ে এই সেতুটি তৈরি করা হয়েছে।আজ থেকে সর্ব সাধারণের জন্য খুলে দেওয়া হলো সেতুটি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct