সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: পথদুর্ঘটনা যেন ঘটেই চলেছে। রবিবার সন্ধ্যা রাত্রিতে আবারও মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু মৃত্যু হলো দুই জনের।ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল থানার বাবলাবোনা টার্নিকের কাছে। স্থানীয় সূত্রে জানাযায় ডোমকল থেকে ভাদুড়ীয়াপাড়া বাড়ি ফিরছিলেন দুজনে মিলে মোটর সাইকেলে করে। তখনি সামনের দিক থেকে লছিমন এসে সজোরে ধাক্কা মারলে বাইক থেকে ছিটকে পড়ে যায় রাস্তায় তখন আরও একটি গাড়ি তাদের উপর দিয়ে চলে যায়। স্থানীয়রা তড়িঘটি আহতদের উদ্ধার ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন ও অপর জনের অবস্থার অবনতি হলে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে রেফার করলে সেখানেই তার মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা যায়, মিনাজ উদ্দিন শেখ ( বাবলু )৪৫ ও জাহিদ আনোয়ার মোস্তফা ( মিলন)দুজনের বাড়ি জলঙ্গি থানার ফরিদপুর অঞ্চলের ভাদুড়ীয়াপাড়া এলাকায়। এই ঘটনায় খবর বাড়িতে পৌঁছাতেই কাঁন্নায় ভেঙ্গে পড়ে গোটা পরিবার সহ এলাকায় মানুষ।মিলন একজন কম্পিউটার সাইন্স ছাত্র বেঙ্গালুরে পড়াশুনা করতেন ছুটিতে বাড়িতে এসেছিলেন বলে জানাযায়। অপর বাবলু সেখ তিনি একজন হার্ডওয়ারসের ব্যবসায়িক বলে জানাযায়।পুলিশ মৃত দেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct