জাকির সেখ, মুর্শিদাবাদ, আপনজন: জেলার ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান বেলডাঙ্গা সরুলিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হলো ৬৬ তম বাৎসরিক জালসা। অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা বদরুল আলম। এদিনের জালসায় হাফেজ, মাওলানা, মুফতি ও ক্বারী পাশ ১৩৮ জন মাদ্রাসার ছাত্রকে পাগড়ি প্রদান করা হয়। জালসায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলার বিশিষ্ট আলেমেদ্বীন মুফতি নাসিরুদ্দীন চাঁদপুরী সাহেব। তিনি পবিত্র কুরআন ও হাদীসের বিভিন্ন দিক নিয়ে ইসলাম ধর্ম সম্পর্কে দীর্ঘ আলোচনা করেন। জেলা জমিয়তে উলামার সভাপতি তথা মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা বদরুল আলম ইসলামী শিক্ষা, আধুনিক শিক্ষা ও সাম্প্রদায়িক সম্প্রীতির উপর বক্তব্য রাখেন। তিন বলেন আমাদের মাদ্রাসায় ধর্মীয় শিক্ষার পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদের গাইড লাইন মেনে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান , ইতিহাসসহ কম্পিউটার শিক্ষা দেওয়া হয়। এছাড়াও সভায় বক্তব্য রাখেন নদীয়া জেলা জমিয়তে উলামার সভাপতি মাওলানা আরশাদ আলী খান, মাওলানা মেহবুব মুর্শিদ, রাজ্য জমিয়তের অফিস সচিব মাওলানা আব্দুস সামাদ, জেলা জমিয়তের সহ সভাপতি মুফতি জুবায়ের হোসেন, মাদ্রাসার সেক্রেটারি রেজাউল করিম, মাওলানা মকবুল হোসেন প্রমুখ।বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী বিধায়ক হুমায়ূন কবীর, রাজ্য ইমাম সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা নিজামুদ্দীন বিশ্বাস।জালসায় বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct