আপনজন ডেস্ক: ফ্রান্সের প্রেসিডেন্টের বাসভবন এলিসি প্যালেসে ইহুদিদের ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করায় দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর বিরুদ্ধে ফরাসি প্রজাতন্ত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ আনা হয়েছে। গত বৃহস্পতিবার নিজ বাসভবনে ইহুদিদের ধর্মীয় অনুষ্ঠান হানুক্কাহয় মোমবাতি প্রজ্বালন করতে ফ্রান্সের ইহুদিদের প্রধান ধর্মীয় নেতা রাব্বি হাইম কোরসিয়াকে আমন্ত্রণ জানান ম্যাখোঁ। অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ডান ও বামপন্থী রাজনীতিকদের তোপের মুখে পড়েন ফরাসি প্রেসিডেন্ট। বিরোধীদের ভাষ্য, প্রেসিডেন্টের বাসভবনে ধর্মীয় রীতি পালনের অনুমতি দিয়ে বিরাট ভুল করেছেন ম্যাখোঁ। কান শহরের মেয়র ও বিশিষ্ট ডানপন্থী বিরোধী নেতা ডেভিড লিসনার বলেন, ‘যত দূর জানি, প্রথমবারের মতো এমন ঘটনা ঘটেছে। এটি ধর্মনিরপেক্ষতার লঙ্ঘন।’ অসিতানিয়া অঞ্চলের সোশ্যালিস্ট পার্টির প্রেসিডেন্ট কারো দেলগা বলেন, ‘এলিসি ধর্ম পালনের জায়গা নয়। আপনি ধর্মনিরপেক্ষতার সঙ্গে আপস করতে পারেন না।’কট্টর বামপন্থী নেতা অ্যালেক্সি করবিয়া বলেন, ‘ম্যাখোঁ কি অন্য ধর্মের জন্য একই কাজ করবেন?’ এমনকি বেশ কয়েকজন ফরাসি ইহুদিও ম্যাখোঁর কর্মকাণ্ডে বিভ্রান্ত হয়ে পড়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct