মোমিন আলি লস্কর, জয়নগর, আপনজন: জয়নগর থানার অন্তর্গত জয়নগর এক নম্বর ব্লকে বামনগাছি অঞ্চলের কামারিয়া গ্ৰামে বাঙার বুড়ি মোড়ে গত ১৩ নভেম্বর সাজসকালে বামনগাছি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ও সদস্য সাইফুদ্দিন লস্কর খুন হয়েছিল। এই ঘটনা পর ঘটনার স্থল থেকে দীর্ঘ ৫ কিলোমিটার দূরে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতকারীরা দলুয়াখাকী গ্ৰামে লস্কর পাড়ায় দলবেঁধে ঢোকে প্রথমে লুটপাট,ভাঙচুর, ও পরে অগ্নিসংযোগ চালায়। লস্কর পাড়ার প্রচুর পরিমানে বাড়ি দোকান কারখানা আগুনে পুড়ে ছারখার হয়ে যায়। এই সমস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়াতে আজ ত্রাণ নিয়ে আসেন কৃষক সভার জেলার সম্পাদকের পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল জয়নগর দলুয়াখাকি গ্রামে পৌঁছে আক্রান্ত গ্রামের বাড়ি বাড়ি ঘুরে দেখেন। কৃষক সভার জেলার সম্পাদক অলোক ভট্রাচার্ষ বলেন —গ্রামের সব বাড়িই কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু প্রায় ৩০ টি বাড়ি বসবাসের অবস্থায় নেই। মাথার উপর খোলা আকাশ। আসবাবপত্র হয় পুড়ে ছাই হয়ে গেছে, । তৃণমূল নেতা সাইফুদ্দিন লস্করের খুনের পাল্টা হিসেবে তৃণমূলের দুষ্কৃতীরা গ্রামের হতদরিদ্র মানুষের জীবন তছনছ করে দিয়েছে। প্রশাসনের ভূমিকা ক্ষমার অযোগ্য। ৩৩ জনের নামে এফ আই আর করা হলেও মাত্র ৩ জনকে গ্রেফতার করে জামিনে ছেড়ে দেওয়া হয়েছে। গ্রামের বহু পুরুষ ও মহিলা সেলাইয়ের কাজ করে রোজগার করতেন। ৫০ টার বেশি দামি সেলাই মেশিন ক্ষতিগ্ৰস্ত,কিছু সেলাই মেশিন লুঠ করে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের জীবিকার সঙ্কট দেখা দিয়েছে। কৃষক সভার জেলার সম্পাদক অলোক ভট্রাচার্ষ দাবি করেন, অবিলম্বে গ্রামে অগ্নিসংযোগে অভিযুক্ত যারা তাদের গ্রেফতার করতে হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ক্ষতিপূরণ দিতে হবে।” সারা ভারত কৃষক সভার দক্ষিণ ২৪ পরগনার জেলা কমিটির পক্ষ থেকে ৩১ টি পরিবারের জন্য জামা কাপড়সহ চাল,আলু, সরিষার তেল, পিঁয়াজ এবং বাড়ি মেরামত জন্য কিছু বাঁশ, ইত্যাদি জিনিস পত্র বিতরণ করা হয়। কৃষক সভার জেলার সম্পাদক অলোক ভট্রাচার্ষ নিজে হাতে করে ৩১ টি অসহায় গ্ৰামবাসীদের হাতে জিনিস পত্র তুলে দেন এবং মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার বদ্ধ করেন।কোন হিংসা রাজনৈতিক করবেনা সততার সঙ্গে লড়াই চালিয়ে যাবেন আমরা আপনাদের সঙ্গে আছি।উপস্থিত ছিলেন —কৃষক সভার জেলার সম্পাদক অলোক ভট্রাচার্ষ, জেলার সম্পদক মন্ডলী সদস্য রবীন হালদার, অশোক ভট্রাচার্ষ,সানওয়াজ কবির সেরওনি, হরিনারায়নপুর অঞ্চলের প্রাক্তন প্রধান আব্দুল ওদুদ মোল্লা সহ একাধিক বিশিষ্ট নেতৃত্বরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct