জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া, আপনজন: জামশেদপুরের সুর ও সাহিত্য সংস্থার পক্ষ থেকে শনিবার এবং রবিবার দুদিন ধরে সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার সেন্টার ফর এক্সিলেন্সে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কবি সম্মেলন অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে ভারত বাংলাদেশ সহ বিভিন্ন দেশের গুণীজনেরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানের মানভূমের চারজন কবি শিল্পী কে সম্মাননা জ্ঞাপন করা হয়। পুরুলিয়ার বিশিষ্ট সাংবাদিক তথা চিত্রপরিচালক ও সাহিত্যিক দেবরাজ মাহাতো, গীতিকার ও সাংবাদিক দিপু পরামানিক, বিশিষ্ট সংগীত শিল্পী আস্তিক রায় এবং শুশনি গ্রামের বিশিষ্ট মঞ্চ সঞ্চালক অমিত রাজ কে এই অনুষ্ঠানে সম্মানিত করা হয়। এই অনুষ্ঠানে, মানভূমের বাংলা ভাষা আন্দোলন, ঝাড়খন্ড এর ধ্বলভুম জামশেদপুর সিংভূম সহ অন্যান্য এলাকার বাংলা ভাষাভাষীদের আন্দোলন এবং অবস্থা বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পুরুলিয়া রত্ন দেবরাজ মাহাতো। পাশাপাশি ঝাড়খণ্ডের বাংলাভাষীদের ভাষা এবং ঐতিহ্য রক্ষা করার জন্য বাংলা সাহিত্য চর্চা আরও দৃঢ় করতে হবে, এবং আগামী দিনেও ঝাড়খণ্ডের সমস্ত বাংলাভাষী সংগঠনের পাশে থাকার বার্তা দেন দেবরাজ বাবু। বর্তমানে ধলভূম সিংভূম জামশেদপুর সহ বিস্তীর্ণ এলাকায় বাংলা ভাষা বর্তমানে অস্তিত্ব সংকটে। বাংলায় পঠন পাঠন, সহ বাংলা ভাষার স্বাধীনতা অত্যন্ত জরুরি। এই মুহূর্তে এই বাংলা সাহিত্য সভার গুরুত্ব অপরিসীম বলে জানান এই অনুষ্ঠানের উপস্থিত বিশিষ্টজনেরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct