মনিরুজ্জামান, বারাসত, আপনজন: সারা বিশ্ব জুড়ে পোলিও টিকাদান ও পোলিও নির্মূল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যেই প্রতি বছর ২৪ অক্টোবর দিনটি পালিত হয় বিশ্ব পোলিও দিবস হিসেবে। পোলিও নির্মূল করতে বিশ্বের অগ্রগতিকে স্মরণ করতেই পালিত হয় দিনটি। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের ব্যবস্থাপনায় রবিবার পালস পোলিও টিকাকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সারা রাজ্যের সঙ্গে এদিন উত্তর ২৪ পরগনা জেলার সর্বত্র পালস পোলিও কর্মসূচি সাফল্যের সঙ্গে পালিত হয়। এদিন স্বাস্থ্য দপ্তরের অধীনস্থ কর্মীদের দ্বারা বারাসাত -২ নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিকের তত্ত্বাবধানে শাসনের চকশাসন সুস্বাস্থ্য কেন্দ্রে পালস পোলিও কর্মসূচিতে উপস্থিত হয়ে পাঁচ বছরের কম বয়সী শিশুদের পোলিও টিকা কর্মসূচিতে অংশগ্রহণ করার পাশাপাশি আগত অভিভাবক অভিভাবিকাদের স্বাস্থ্য বিষয়ক সচেতনতার বার্তা দেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ। তিনি বলেন, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অত্যন্ত সুন্দরভাবে কাজ পরিচালিত হচ্ছে। উত্তর ২৪ পরগনা জেলা জুড়ে জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সমুদ্র সেনগুপ্তের তত্ত্বাবধানে মসৃণ ভাবে কর্মসূচি রূপায়িত হচ্ছে। শাসন সহ জেলার স্বাস্থ্য কেন্দ্রগুলোর উন্নয়নে যেভাবে পরিকাঠামোগত উন্নয়নের সাথে সাথে স্বাস্থ্যপরিষেবা ত্বরান্বিত হচ্ছে। ব্লক স্বাস্থ্য আধিকারিক সুরিত মল্লিক বলেন, ব্লকের প্রতিটি স্বাস্থ্য কেন্দ্র ও বুথে ক্যাম্প করে টিকাকরণ হচ্ছে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাসন গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌসুমী ঘোষ, সদস্য ফেরদৌসী বিবি, সাবিনা বিবি, গীতা সরকার, পার্বতী কর্মকার, শিপ্রা মন্ডল, সঙ্গীতা কবিরাজ ঢালী, চন্দনা বিশ্বাস, মিতালী রায় প্রমুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct