জাহেদ মিস্ত্রী, কুলতলি, আপনজন: গতকাল সকাল থেকে মৈপিঠের ভুবনেশ্বরী গৌড়ের চক এলাকায় গতকাল সকালে বাঘের পায়ের ছাপ দেখে ড্রোন ক্যামেরা ওড়ানো হয়েছে। যার সাহায্যে জঙ্গলের মধ্যে ভেতরের ছবি তুলে ধরতে পেরেছেন বনদপ্তরে কর্মীরা। গ্রামের যে অংশ ফেন্সিং নেট দিয়ে ঘিরে ফেলা হয়েছিল সেখানে রবিার সকালে আবার নতুন করে বাঘের পায়ের ছাপ ও নখের আঁচর দেখা যায়। তা দেখে আবারো আতঙ্কিত হয়ে পড়ে গ্রামবাসীরা। লোকালয় থেকে বাঘ গভীর জঙ্গলে ফেরাতে ফাটানো হচ্ছে শব্দবাজি। শব্দবাজি ফাটাতে ফাটাতে বন কর্মীরা জঙ্গলে এগিয়ে যাচ্ছে বাঘের সন্ধানে। অবশেষে বনদপ্তরের তরফ থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছে খাঁচা পেতে বাঘ ধরা হবে এবং সুরক্ষিতভাবে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। বাঘ ধারার জন্য বনদপ্তরের সেই বড় লোহার খাঁচা আনা হলো মইপিঠ ভুবনেশ্বরী গৌড়েরচক এলাকায়, বাঘ ধারার জন্য টোপ হিসেবে ব্যবহার করা হচ্ছে ছাগল। তারই প্রস্তুতি জোর কদমে শুরু করেছে বনদপ্তর এর কর্মীরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct