মোহাম্মাদ সানাউল্লা, নলহাটি, আপনজন: মৃতদেহ সৎকাজ করে বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনার শিকার দহনকারি দল। তাদেরই মধ্যে তিন জনের মৃত্যু হয়। একই সঙ্গে গুরুতর আহত বেশ কয়েকজন। শনিবার রাত্রি নটা নাগাদ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জঙ্গিপুরের বাড়ালা সংলগ্ন এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে, নলহাটির পাইকপাড়া গ্রামের ২৯ বছর বয়সী জয়দেব মালের শুক্রবার মৃত্যু হয়। শনিবার মৃতদেহটি জঙ্গীপুর শ্বশান ঘাটে সৎকাজ করে একটি পিক আপ ভ্যানে নলহাটি ফিরছিলেন তার পরিবারের প্রায় ৩৫ জন সদস্য। সে সময় জঙ্গিপুর অভিমুখে পাথর বোঝায় একটি ট্রাক্টর এবং পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ লাগে। ফলে ঘটনা স্থলেই দহনকারী বিকি মাল, লক্ষণ মাল, এবং রাজ মালের মৃত্যু হয়। রঘুনাথগঞ্জ থানার পুলিশ সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে ময়না তদন্তের জন্য তিনটি মৃত দেহ এবং গুরুত্বর আহতদের আশংকা জনক অবস্থায় জঙ্গিপুর, এবং বহরমপুর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা যায়। এই ঘটনায় নলহাটির পাইকপাড়া এলাকায় শোকের ছায়া নেমে আসে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct